এভাবে ভাবুন, সবুজ পাহাড়ের গায়ের হাওয়া আর ‘চিকরি চিকরি’ গানের তালে নাচতে থাকা এক তরুণী হঠাৎই পুরো এশিয়ার সোশ্যাল ফিড দখল করে ফেলেছে। ঠোঁটে সিগারেট, ঢিলেঢালা শার্ট-প্যান্ট, গলায় স্কার্ফ দারুণ আত্মবিশ্বাসী ভঙ্গিতে নাচছেন তিনি। ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব সব জায়গায় ঝড়।

লোকজনের একটাই প্রশ্ন, কে এই মেয়েটি? গানটা কোথা থেকে এল?

তরুণীর নাম আশমা বিশ্বকর্মা। নেপালের মডেল ও নৃত্যশিল্পী। ‘চিকরি চিকরি’ গানে নেচে মুহূর্তেই দেশসীমা পেরিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে গেছেন। তাঁর সোশ্যাল ফলোয়ার এখন চোখে দেখার মতো গতিতে বাড়ছে।

গানটি আসলে মুক্তির অপেক্ষায় থাকা তেলেগু সিনেমা ‘পেড্ডি’-র। পরিচালক বুচি বাবু সানা। মুক্তির তারিখ ঠিক হয়েছে আগামী ২৭ মার্চ। এর আগে ৭ নভেম্বর টি-সিরিজ গানটি রিলিজ করে এ আর রাহমানের সুরে মোহিত চৌহানের কণ্ঠ, ভাষা তেলেগু আর হিন্দি।

গানের শুট হয়েছে পাহাড়ি লোকেশনে। মূল ভিডিওতে দক্ষিণ ভারতের তারকা রামচরণকে সিগারেট হাতে নাচতে দেখা যায়, সাথে বলিউডের জাহ্নবী কাপুর। রামচরণের সেই সিগারেট-টানতে-টানতে নাচের স্টেপই এখন ট্রেন্ড।

অনেকে কাভার করলেও আশমার ভিডিওটাই সবচেয়ে বেশি উড়ে গেছে। ১১ নভেম্বর তিনি নিজের সব প্ল্যাটফর্মে ভিডিওটি দেন। সুরজ অধিকারীর শুট ও এডিট করা ৪৪ সেকেন্ডের সেই ভিডিও এক সপ্তাহেই সাত কোটির বেশি ভিউ তোলে।

শুধু ইনস্টাগ্রামে ২ কোটির ওপর ভিউ। জাহ্নবী কাপুরও মুগ্ধ হয়ে নিজের স্টোরিতে শেয়ার করেছেন। টিকটকে প্রায় ২ কোটি ১৭ লাখ, ফেসবুকে ২ কোটির বেশি, ইউটিউবে ১ কোটি ১০ লাখ সব মিলিয়ে আশমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাড়া।

নাচে তিনি নতুন নন। ২০১০ সাল থেকে নেপালের জনপ্রিয় গ্রুপ ‘দ্য কার্টুনস ক্রু’-র সদস্য। ‘ফ্যান্টাস্টিক’, ‘নাই মালাই থা চান’ অনেক হিট গানে তাদের দেখা গেছে। পাশাপাশি আশমা মডেলিং ও সিনেমাতেও কাজ করেছেন।

এই এক ভিডিও তাঁকে পুরো অঞ্চলের সামনে নতুনভাবে তুলে ধরেছে।