বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী মালাইকা আরোরা সম্প্রতি হানি সিংয়ের নতুন মিউজিক ভিডিও ‘চিলগাম’-এ তাঁর নাচের ভঙ্গির কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মালাইকা ও হানি সিংকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। অনেক দর্শকের কাছে ভিডিওর দৃশ্যে মালাইকার চুইংগাম চিবাতে বা জিভ বের করে নাচার মতো অঙ্গভঙ্গিগুলো ‘অশালীন’ বলে মনে হয়েছে।

ভিডিওতে যে নাচের ধরন ব্যবহার করা হয়েছে, তাকে ‘টোয়ার্কিং’ বলা হয়, যেখানে মূলত নিতম্বের নড়াচড়া দিয়ে ছন্দ তৈরি করা হয়। অনেক দর্শকই মন্তব্য করেছেন যে এই ধরনের নাচে মালাইকা স্বাচ্ছন্দ্য না থাকায় তাঁর পারফরম্যান্স দেখতে অস্বস্তিকর লেগেছে। সামাজিক মাধ্যমে কেউ কেউ সরাসরি অভিযোগ করেছেন, "নাচের মধ্যে কোনো আবেদন নেই, শুধু অশালীনতা।" এমনকি অনেকে এই গানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন।

সমালোচনার পাশাপাশি কিছু ভক্ত তাঁদের হতাশা প্রকাশ করেছেন। তাঁরা মনে করিয়ে দেন যে, একসময় মালাইকা ‘ছাইয়া ছাইয়া’ বা ‘থামা থামা’-এর মতো কালজয়ী আইটেম গানে অনবদ্য নাচ উপহার দিয়েছিলেন। তাঁদের দাবি, নতুন এই ভিডিওতে সেই মান বজায় রাখতে পারেননি তিনি। অনেকেই সুনিধি চৌহানের ‘আঁখ’ গান বা তামান্না ভাটিয়ার ‘গফুর’ নাচের সুষমা ও কোরিওগ্রাফির সঙ্গে তুলনা টেনে 'চিলগাম' ভিডিওতে সেগুলোর অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।