আরিয়ান ২৮ নভেম্বর বন্ধুদের সঙ্গে একটি নাইটক্লাবে যান। সঙ্গে ছিলেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের ছেলে মোহাম্মদ নালাপদ। ক্লাবে উচ্ছ্বাসের মাঝেই আরিয়ান ব্যালকনি থেকে মধ্যমা দেখান। মুহূর্তটির ভিডিও ছড়িয়ে পড়তেই স্থানীয়দের একাংশ পুলিশি পদক্ষেপের দাবি তোলে।

পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ক্লাব ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে। যদিও এখনও কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। কর্মকর্তারা খতিয়ে দেখছেন এটা তাৎক্ষণিক উত্তেজনা ছিল, নাকি অন্য কিছু জড়িত।

২০২১ সালে মাদক ইস্যুতে গ্রেপ্তারের পর আরিয়ান খান দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ছিলেন। পরে তিনি বলিউডে পরিচালনায় পা রাখলেও নানা বিতর্ক এখনো তাকে ঘিরে ফেলে।