বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। ২৬ বছর ধরে ব্যান্ড সংগীতে নিজেদের অবস্থান ধরে রেখে তারা দেশ-বিদেশে লাখ লাখ ভক্ত তৈরি করেছে। লিংকন, সাজু, সেজানদের নিরলস সংগ্রাম ও নিজেদের ওপর বিশ্বাস রেখেই জন্ম নিয়েছে 'ধূসর সময়', 'তোমাকে', 'দুঃখ বিলাস', 'পথচলা' এবং 'অনিকেত প্রান্তর'-এর মতো কালজয়ী গান।

২০২৪ সালে আর্টসেল তাদের ২৫ বছর (রজতজয়ন্তী) পূর্ণ করেছে। এই মাইলফলক উদযাপনে তারা দেশ ও দেশের বাইরে কানাডা এবং যুক্তরাষ্ট্রে অসংখ্য কনসার্ট করেছে। শ্রোতাদের কাছ থেকে ভালোবাসায় সিক্ত এই দলটি বর্তমানে ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ায় পৌঁছেছে, যেখানে তারা কনসার্ট করার পাশাপাশি মেটালিকার কনসার্টও দেখবে।

অস্ট্রেলিয়া সফরের আগে কালবেলার সঙ্গে আলাপকালে আর্টসেলের প্রতিষ্ঠাকালীন সদস্য জর্জ লিংকন ডি কোস্তা ব্যান্ডের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, "আর্টসেলকে নিয়ে যারা প্রতিকূলতার মধ্যে সংগ্রাম করে আজকের অবস্থানে এসেছেন, তাদের একটাই লক্ষ্য সেটি হচ্ছে আর্টসেল। আমরা আমাদের ব্যান্ডের পরিচয়ে নিজেদের আরও বেশি প্রসারিত করতে চাই।"

লিংকন জানান, "আর্টসেলকে নিয়ে পৃথিবীর বুকে এমন একটি শো করতে চাই, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর বাইরে আর্টসেলের কোনো স্বপ্ন নেই।" তিনি আরও বলেন, "আমরা সবাই ফুলটাইম মিউজিক করি... সবাই আর্টসেলের জন্য নিবেদিত। শ্রোতাদের যে ভালোবাসা আমরা পেয়েছি, এর চেয়ে বড় কিছু অর্জন সম্ভব নয়।" জনপ্রিয়তার জন্য নয়, "শুধু ভালোবাসার জন্য আমাদের গান।"

পুরোনো ও নতুন গান প্রসঙ্গে লিংকন বলেন, "আমরা আসলে পুরোনো গানকে ছাপিয়ে যাওয়া নিয়ে কখনো চিন্তা করি না। আমাদের লক্ষ্য হচ্ছে ভালো গান করা, ভালো সুর সৃষ্টি করা। আমরা সবসময় চেষ্টা করি সৎভাবে মিউজিক ও গান তৈরি করার।... তাই পুরোনো গানকে নতুন গানগুলো ছাপিয়ে যাবে কি না, তা নিয়ে আলোচনা থাকা উচিত নয়।"

আর্টসেলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ড্রামার কাজী আশেকিন সাজু জানান, আর্টসেল ‘চতুর্থাংশ’ নামের একটি নতুন ইপি প্রকাশ করছে, যেখানে চারটি নতুন গান আছে। এর মধ্যে ‘ও আকাশ’‘একটা নতুন গান’ মুক্তি পেয়েছে এবং বাকি দুটি গান ‘বিদায় কীভাবে জানাই’ এবং ‘জানি ভুল করেছি’ নভেম্বরের শেষ দিকে মুক্তি পাবে।

সাজু বলেন, "আর্টসেল সবসময় নতুন মিউজিক দেওয়ার চেষ্টা করে। আমরা চাই, যেটি নতুন সেটি একবারই যেন নতুন হয়। পুরোনো কোনো কিছুর সঙ্গে যেন এর মিল পাওয়া না যায়।"

নতুন গানগুলো পুরোনো গানকে ছাপিয়ে যাবে কি না এমন প্রশ্নে সাজু বলেন, "জেনারেশন বাই জেনারেশন আমাদের শ্রোতা এত পরিবর্তন হয়েছে যে, আমি নির্দিষ্ট করে বলতে পারি আজকের দিনে ‘অনিকেত প্রান্তর’ প্রকাশ হলে হিট হতো না। কারণ, মানুষ এখন অনেক কিছুর সঙ্গে যুক্ত... তাদের টেস্ট পরিবর্তন হয়েছে।" তিনি যোগ করেন, শ্রোতারা পুরোনো হোক কিংবা নতুন, "তারা গান শুনুক সেটাই আমাদের চাওয়া।"

উল্লেখ্য, ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য সায়েফ আল নাজি সেজান বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ী হলেও, দলের সঙ্গে এবার অনেকদিন পর স্টেজে বাজাবেন। এছাড়াও ব্যান্ডের অন্য দুই সদস্য কাজী ফয়সাল (লিড গিটার) ও ইকবাল আসিফ জুয়েল (লিড গিটার) দীর্ঘদিন ধরে ব্যান্ডের সঙ্গে কাজ করছেন।