জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব আবারও শ্রোতাদের জন্য আনছেন নতুন চমক। নিজের স্বকীয় সংগীতধারায় তিনি সবসময়ই শ্রোতাদের উপহার দিয়েছেন এক অনন্য সংগীতানুভব। মৌলিক গানে যেমন তিনি জয় করেছেন অনুরাগীদের হৃদয়, তেমনি পুরোনো গানগুলোকেও নতুন আঙ্গিকে উপস্থাপন করে দেখিয়েছেন তাঁর সৃজনশীল মুন্সিয়ানা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে অর্ণব জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে তাঁর নতুন মৌলিক অ্যালবাম ‘ভাল্লাগেনা’, যা প্রকাশ করবে ‘আধখানা মিউজিক’।
অ্যালবামটিতে মোট আটটি গান থাকবে। এর মধ্যে কয়েকটি গান অনুপ্রাণিত হয়েছে খ্যাতিমান কবিদের কবিতা থেকে, আর বাকি গানগুলোর কথা লিখেছেন অর্ণব ও তাঁর ঘনিষ্ঠ বন্ধুদের কেউ কেউ। পুরো অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছেন অর্ণব নিজেই, যা শ্রোতাদের জন্য একটি নতুন সংগীতযাত্রার প্রতিশ্রুতি দিচ্ছে।