জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সম্প্রতি এক মোটিভেশনাল অনুষ্ঠানে এসে নিজের জীবনের কঠিন সংগ্রাম ও সফলতার গল্প তুলে ধরেছেন। তিনি শিক্ষার্থীদের বার্তা দিয়েছেন যে, পর্দার ঝলমলে তারকার আড়ালে লুকিয়ে থাকে অসংখ্য পরিশ্রম, হতাশা এবং আত্মবিশ্বাস। মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির একটি ইভেন্টে উপস্থিত হয়ে শুভ অকপটে স্বীকার করেন যে, তাঁর নায়ক হয়ে ওঠার পথ মোটেও সহজ ছিল না এবং মিডিয়ায় প্রবেশের প্রথম দিনগুলোতে তাঁকে চরম দুরবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে।
নিজের সংগ্রামের কথা আরও খোলাখুলিভাবে বলতে গিয়ে শুভ জানান, মডেলিংয়ে আসারও আগে তিনি প্রোডাকশন ইউনিটে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন। তখন তাঁকে পরিচালকদের সহকারী হিসেবে ছোটখাটো কাজ করতে হতো। নিজের সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “এক সময় আমি প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। মানে শুটিংয়ে ডিরেক্টর-শিল্পীদের আদেশ পালন করতাম। যেমন, এই এদিকে আয়, এই পানি দে, এই আর্টিস্টের স্যান্ডেল মোছ এসব অর্ডার পালন করতাম।”
খানিক মজার ছলেই একটি পুরোনো শুটিংয়ের স্মৃতি টেনে শুভ বলেন, “একটা বিজ্ঞাপনের কাজ ছিল। সেই বিজ্ঞাপনে ডন ছিলেন মডেল আর আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা। কিন্তু আমার স্বপ্নটা বড় ছিল, তাই সেখান থেকে উঠে আজ আমি নায়ক হয়েছি।” উল্লেখ্য, মডেলিং ও ছোটপর্দার নাটক থেকে শুভ ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’ সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করেছেন এবং সম্প্রতি বলিউডের একটি ওয়েব সিরিজে অভিনয় করেও তিনি আলোচনায় এসেছেন।