দেশের চলচ্চিত্র অঙ্গনে একচ্ছত্র নায়ক শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে নামী প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ দেখায় না বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক সংবাদ সম্মেলনে তিনি এই একপেশে চিত্রকে চলচ্চিত্রের জন্য "সুসংবাদ নয়" বলেও মনে করেন। অপু বিশ্বাস বলেন, "বিগত অনেক বছর ধরে শুধুমাত্র শাকিব খানের সিনেমা ছাড়া কিন্তু সেইভাবে প্রোডাকশন হাউসগুলো কাজ করার আগ্রহ প্রকাশ করে না। এটা কিন্তু কখনোই সুসংবাদ নয়। আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব যেমন আমাদের।"
শাকিব-নির্ভরতার এই চিত্র থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান অপু। তিনি বিশেষভাবে এম কে প্রোডাকশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, "যেহেতু চিত্রটা ওভাবে, সেটাকে ইনস্পায়ার করা দায়িত্ব আমাদের প্রতেকটা মানুষের।" তিনি আশা প্রকাশ করেন, এই নতুন প্রযোজনা সংস্থাগুলো চলচ্চিত্রের বৈচিত্র্য আনতে সহায়ক হবে।
পাশাপাশি, সামাজিক মাধ্যমে তাকে নিয়ে ট্রোলিং বা বুলিংয়ের বিষয়েও কথা বলেন এই চিত্রনায়িকা। অপুর ভাষ্যে, "আজকে এই সামাজিক ভাইবগুলোর মাধ্যমে আমি একটা কথা বলতে চাই, আমাকে নিয়ে অবশ্যই বুলিং করেন, কিন্তু সেটা যেন পজিটিভ বুলিং হয়। যে বুলিং থেকে আমরা শিখতে পারি, কাজে সামনে এগিয়ে যেতে পারি।" তিনি দর্শক ও সংবাদমাধ্যমকে চলচ্চিত্রের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।