ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আবারও ভক্তদের মন মাতিয়েছেন নতুন কিছু ছবি দিয়ে। সম্প্রতি তিনি লন্ডনে ছুটি কাটাতে গিয়ে সেখানে বিখ্যাত টাওয়ার ব্রিজের সামনে বেশ কিছু স্টাইলিশ ও মনোমুগ্ধকর ছবি তুলেছেন।

নিজের ফেসবুকে ছবিগুলো শেয়ার করে অপু লিখেছেন, ‘লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে।’ ছবিতে তিনি সাদা কোর্ট, স্টাইলিশ সানগ্লাস ও খোলা চুলে একেবারে স্বাভাবিক ভঙ্গিতে দেখা যাচ্ছেন। মুখে তার পরিচিত মিষ্টি হাসি আরও আলাদা করে উজ্জ্বলতা যোগ করেছে।

নেটিজেনরাও ছবিগুলো দেখে উচ্ছ্বসিত হয়েছেন। অনেকেই কমেন্টে লিখেছেন প্রশংসাসূচক মন্তব্য, “মাশা-আল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, অপু!”
অপু বিশ্বাসের এই ভ্রমণ মুহূর্ত এবং হাসিমুখের ছবি দেখে মনে হয়, লন্ডনের ব্রিজ নয়, ভক্তরাও যেন নতুন করে তার প্রেমে পড়েছেন।