রোমান্টিক ঘরানার নতুন ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর অনেকেই এটিকে হৃত্বিক রোশন ও আমিশা পাটেলের আইকনিক ছবি ‘কাহো না পেয়ার হ্যায়’-এর সঙ্গে তুলনা করছেন। এবার এই তুলনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী আমিশা পাটেল।

‘সাইয়ারা’ ও ‘কাহো না পেয়ার হ্যায়’ তুলনা

আমিশা প্যাটেল বলেন যে, তিনি ‘সাইয়ারা’-এর প্রশংসা করেন এবং এই প্রজন্মের তরুণ-তরুণীরা যে নতুন মুখ পেয়েছে তাতে তিনি খুশি। তবে তার নিজের অভিনীত ছবির সঙ্গে ‘সাইয়ারা’-এর তুলনা করতে তিনি নারাজ। আমিশার মতে, "আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করা যায় না।" তিনি বলেন, 'কাহো না পেয়ার হ্যায়' ছিল একটি বাণিজ্যিক ঘরানার সম্পূর্ণ রোমান্টিক কমেডি ছবি, যেখানে কোনো দুঃখের ছোঁয়া ছিল না। অন্যদিকে, 'সাইয়ারা'ও একটি প্রেমের কাহিনি হলেও দুটি ছবির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে।

‘কাহো না পেয়ার হ্যায়’-এর আবেদন

আমিশা বলেন, “'কাহো না পেয়ার হ্যায়' এমন একটি ছবি যা দেখলে এখনও ২৫ বছর আগের স্মৃতি মনে পড়ে যায়, যার গান শুনলে এখনও গায়ে কাঁটা দেয়। সাধারণ মানুষ এখনও ওই ছবির 'হুক স্টেপ'-এ মজে।”

প্রসঙ্গত, ২০০০ সালে রাকেশ রোশন পরিচালিত 'কাহো না পেয়ার হ্যায়' ছবির মাধ্যমে হৃত্বিক ও আমিশার বলিউডে অভিষেক ঘটে। অন্যদিকে, 'সাইয়ারা' সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে।