বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা তাদের বিচ্ছেদের গুজব উড়িয়ে দিয়েছেন। সম্প্রতি এক গণেশ পূজা অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে তারা জানান, দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য জীবন এখনও অটুট আছে।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীতা বলেন, "আজ আমাদের একসঙ্গে দেখে সবার গালে যেন একটা থাপ্পড় পড়েছে। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তাহলে কি এভাবে সবার সামনে আসতাম? কোনো গুজব বা শয়তান আমাদের আলাদা করতে পারবে না। আমার স্বামী শুধুই আমার।"
তিনি আরও বলেন, যতক্ষণ না তিনি নিজে কিছু বলছেন, ততক্ষণ পর্যন্ত এই ধরনের কোনো গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেন। এই দম্পতির মেয়ে টিনা আহুজাও এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।
গোবিন্দ এবং সুনীতার এই পদক্ষেপ ভক্তদের স্বস্তি দিয়েছে। তারা প্রমাণ করেছেন যে ভালোবাসার বন্ধন যেকোনো গুজবের চেয়ে অনেক বেশি শক্তিশালী।