বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নিরাপত্তা কনভয় ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার রাতে মুম্বাইয়ের জুহু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি দ্রুতগামী অটোরিকশা অভিনেতার কনভয়ের একটি গাড়িতে সজোরে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। তবে অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্না অন্য গাড়িতে থাকায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।
কীভাবে ঘটল দুর্ঘটনা? ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সোমবার রাত সাড়ে নয়টার দিকে বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন অক্ষয় ও টুইঙ্কেল। জুহুর কাছে আসতেই একটি বেপরোয়া অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের কনভয়ের সামনের একটি বিলাসবহুল নিরাপত্তা ভ্যানে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় নিরাপত্তারক্ষীদের গাড়িটি রাস্তার পাশে উল্টে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশি পদক্ষেপ ও হতাহত দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় অটোচালক এবং অটোতে থাকা এক যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি ও অটোরিকশাটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাস্তার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, অটোরিকশার অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।