জনপ্রিয় পাকিস্তানি গায়িকা আইমা বেগ এবং ফ্যাশন ডিজাইনার জেইন আহমেদের মধ্যে বিয়ের মাত্র তিন মাস পরেই বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের দাম্পত্য জীবনে টানাপোড়েন চলার গুঞ্জন উঠেছে। গুঞ্জনের মধ্যেই আইমা বেগ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভেট) করেছেন, আর জেইন আহমেদ অক্টোবর মাসে আইমাকে আনফলো করেন এবং তাঁর অ্যাকাউন্ট থেকে বিয়ের ছবিও মুছে ফেলেন। যদিও জেইন দাবি করেন, টেকনিক্যাল ত্রুটির কারণে ছবিগুলো আর্কাইভ করা হয়েছিল, তবুও এই ঘটনাগুলি জল্পনাকে আরও উসকে দিয়েছে।
২০২৫ সালের আগস্টে লাহোরে আইমা ও জেইনের বিয়ে হয়। এর আগে আইমা অভিনেতা শাহবাজ শিগরির সঙ্গে বাগ্দান সেরেছিলেন, কিন্তু ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। শাহবাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পরই জেইনের সঙ্গে আইমার সম্পর্ক তৈরি হয়। আইমা বেগের এই সাম্প্রতিক ঘটনাগুলো তাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
আইমা বেগ তাঁর পেশাগত জীবনে বেশ সফল। ২০১৬ সালে পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগে’তে প্লেব্যাকের মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়। ‘কালাবাজ দিল’ গানের জন্য তিনি সেরা গায়িকার পুরস্কার জিতেছেন। তিনি কোক স্টুডিও পাকিস্তানের তিনটি মৌসুমে (২০১৭, ২০১৮, ২০১৯) গান গেয়েছেন এবং ২০২২ সালের পিএসএল-এর থিম সংয়েও কণ্ঠ দিয়েছেন।