ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা এখন সম্পর্কের ভিড়ে নিজেকে হারাতে চান না; বরং তিনি খুঁজছেন নিঃসঙ্গতার শান্তি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাসে তিনি এমনই ইঙ্গিত দিয়েছেন। রোববার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পূর্ণিমা লেখেন, "যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে বিষধর সাপ। প্রয়োজনে বন্ধুর মুখোশ পরে পাশে ঘোরে, আর সুযোগ পেলেই বিষ ঢেলে দেয় আমাদের স্বপ্নে, আমাদের জীবনে।"

এ ছাড়াও অভিনেত্রী তার পোস্টে গভীর আক্ষেপ প্রকাশ করে আরও জানান, "যখন মানুষ জীবনের সাফল্যের শিখরে পৌঁছায়, তখন কিছু মানুষ মৌমাছির মতো চারপাশে গুনগুন করে ঘুরতে থাকে। প্রশংসার ফুলঝুরি ঝরিয়ে তারা সান্নিধ্যের ভান করে। কিন্তু সময় খারাপ হলে, ঠিক মৌমাছির মতোই উড়ে যায় অন্য ফুলের দিকে।" সম্পর্কের প্রতি তার এই তিক্ত অভিজ্ঞতা ফুটে ওঠে পুরো লেখায়।

এইসব মিথ্যা সম্পর্কের জটিলতা থেকে মুক্তি চেয়ে পূর্ণিমা শেষ অনুচ্ছেদে লেখেন, "মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।" অভিনেত্রীর এই স্ট্যাটাসটি এরই মধ্যে ভক্ত ও অনুসারীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।