বলিউড অভিনেতা আমির খান ও কিরণ রাওয়ের ডিভোর্সের পর থেকেই তাঁর নতুন প্রেমচর্চা থামেনি। বর্তমানে অভিনেতা তাঁর নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটকে সামনে এনে আলোচনার জন্ম দিয়েছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তাঁরা দুই বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন।

সম্প্রতি লিডারশিপ সামিট ২০২৫-এ উপস্থিত হয়ে আমির খান তাঁর প্রেম জীবন সম্পর্কে খোলামেলা কথা বলেন। গৌরীর সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে মিস্টার পারফেকশনিস্ট বলেন, এই বয়সে এসে তিনি আবার প্রেমে পড়বেন, তা তিনি কখনো ভাবেননি। তিনি বলেন, "আমি কখনো ভাবিনি যে, আমার জীবনে আবার এমন কাউকে পাব। আমার মনে হয়েছিল বাকিটা পথ হয়তো আমাকে একাই চলতে হবে। কিন্তু গৌরীর সঙ্গে দেখা হওয়ার পর পুরো পরিস্থিতি পাল্টে যায়। গৌরী আমার জীবনে স্থিরতা নিয়ে এসেছে।"

এ সময় আমির খান তাঁর অতীতের দুই দাম্পত্য জীবন নিয়ে বলেন, তাঁর আগের দুটি বিয়েই টেকেনি। কিন্তু তা সত্ত্বেও তিনি রিনা দত্ত, কিরণ রাও এবং বর্তমান প্রেমিকা গৌরীর সঙ্গে দেখা হওয়ায় নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছেন। তাঁর জীবনে এই তিনজনের প্রত্যেকের অবদান অনস্বীকার্য বলেও জানান আমির খান।