মাস কয়েক আগে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী ইভানা। সফরকালে ভ্রমণ করেছেন ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, নিউ জার্সি, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য এমনকি ঘুরে এসেছেন কানাডাও। তবে এই সফর শুধুই ঘোরাঘুরির মধ্যে সীমাবদ্ধ ছিল না; সেখানে নিজের পেশাগত দক্ষতা বাড়াতে সময় দিয়েছেন শেখার পেছনে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘দ্য ফ্রিম্যান স্টুডিও’-তে করেছেন অভিনয়ের শর্ট কোর্স এবং ‘স্টেপস অন ব্রডওয়ে’-তে সম্পন্ন করেছেন নাচের প্রশিক্ষণ। দেশে ফিরে এখনো ক্যামেরার সামনে দাঁড়াননি এই অভিনেত্রী। তবে তিনি জানালেন, খুব শিগগিরই দর্শকরা তাঁকে নতুনভাবে দেখতে পাবেন।

ইভানা বলেন, “মূলত ঘুরতেই গিয়েছিলাম যুক্তরাষ্ট্রে। অনেকেই দেশের বাইরে গিয়ে শুধু ঘোরাঘুরি বা শপিং করেন। কিন্তু আমার মনে হয়েছে, যদি সময়টা একটু ফলপ্রসূভাবে কাজে লাগানো যায়, তাহলে মন্দ হয় না। তাই অভিনয়ের কোর্সে ভর্তি হয়েছিলাম। আমি তো কোনো অভিনয় স্কুলে পড়িনি নিজের তাগিদেই শিখতে চেয়েছি। কোর্সটা আমাকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে।”

তিনি জানান, যেহেতু তিনি নাচের মেয়ে, তাই অভিনয়ের পাশাপাশি নাচের কোর্সও করেছেন এবং কয়েকটি স্টেজ শোতেও অংশ নিয়েছেন। “অভিনয় শেখাটা একদিনের ব্যাপার নয়। এটা নিয়মিত চর্চা ও অনুভবের বিষয়। কোর্সে অভিনয়ের ডিসিপ্লিন, মুভমেন্ট, ইমোশন এসব বিষয়ে অনেক কিছু শিখেছি,” বলেন তিনি।

অভিনয় শেখার বিষয়ে অনেকে মনে করেন, হয়তো এটা ‘শো-অফ’-এর অংশ। ইভানা এই ধারণা খণ্ডন করে বলেন, “আমি কখনোই শো-অফ করার জন্য এটা করিনি। এটা করেছি সম্পূর্ণ নিজের জন্য। অভিনয়ে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ নিজেকে ঠিক রাখা। আমার শিক্ষক বলেছিলেন, ‘Be yourself, don’t try to be someone else.’ এই কথাটাই আমি সারা জীবন মনে রাখতে চাই।”

ইভানা এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে যান এবং প্রায় সাড়ে চার মাস পর ২১ আগস্ট দেশে ফেরেন। এ সময়ের মধ্যে একবার, মে মাসে মাত্র চার দিনের জন্য দেশে ফিরে এসেছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতে। সাকিব ফাহাদের পরিচালনায় ‘চাকা’ নামের ওই বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেন তিনি। দেশে ফিরে এখন পর্যন্ত কিছু ফটোশুট করলেও কোনো নাটক বা ওয়েব সিরিজে কাজ শুরু করেননি।

তিনি বলেন, “আমি চাই, প্রত্যাবর্তনটা যেন অর্থবহ হয়। এমন কোনো চরিত্র বা গল্পে ফিরতে চাই, যেখানে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারব। আমি হুটহাট কাজ করতে চাই না একটা ভালো প্রজেক্ট দিয়েই যেন নতুনভাবে শুরু করতে পারি, সেটারই অপেক্ষায় আছি।”

জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট-এ ইভার চরিত্রটি দর্শকের কাছে এখনো স্মরণীয়। তবে পঞ্চম সিজনে তাঁকে দেখা যাবে কি না, সেটা এখনো অনিশ্চিত। ইভানা বলেন, “চতুর্থ সিজনে আমার চরিত্রটা শেষ হয় দেশের বাইরে চলে যাওয়ার মাধ্যমে। যদি পরিচালক মনে করেন, নতুন সিজনে আমার চরিত্রের প্রয়োজন আছে, তাহলে ফিরতে পারি। তবে এখনো এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমি না থাকলেও এই সিজনে আমার কথা বা ছবি দেখা যাচ্ছে এটাও আমার জন্য আনন্দের।”

ছোট পর্দার অনেক অভিনেত্রী যেখানে বড় পর্দায় নাম লিখিয়েছেন, ইভানা সেখানে ধীরে চলার পক্ষপাতী। তিনি বলেন, “অনেকে করছে বলেই আমাকেও এখনই করতে হবে এমন নয়। আবার করব না, তাও না। পরিচালকরা যদি উপযুক্ত কোনো চরিত্রে আমাকে ভাবেন, অবশ্যই করব। আমার কাছে অভিনয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাধ্যম নয়। গল্প ও চরিত্র পছন্দ হলে সেটা সিনেমা, ওটিটি বা ইউটিউব যেখানেই হোক না কেন, আমি করতে প্রস্তুত।”

চলার পথে নতুন অভিজ্ঞতা ও শেখার মাধ্যমে নিজেকে আরও পরিপক্ব করে তুলেছেন ইভানা। এখন তিনি অপেক্ষায় একটি শক্তিশালী কামব্যাক, একটি ভালো গল্প এবং দর্শকের সামনে এক নতুন ইভানাকে উপস্থাপনের।