দেড় বছর ধরে চলা অপেক্ষা আর প্রায় ২৫০ কোটি রুপির বাজেট পেরিয়ে অবশেষে দাঁড়িয়ে গেছে রণবীর কাপুর আর আলিয়া ভাটের স্বপ্নের বাড়ি। আকারে, দামে, আর আভিজাত্যে ঘরটা সহজেই পাল্লা দেয় মান্নাত থেকে শুরু করে জলসার মতো বলিউডের কিংবদন্তি বাংলোগুলোর সঙ্গে। দিওয়ালির শুভক্ষণে যজ্ঞ আর পূজা সেরে গৃহপ্রবেশ শেষে আলিয়া ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই নতুন সংসারের প্রথম ঝলক।
৫ ডিসেম্বর সকালে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায় গৃহপ্রবেশের দিনকার ব্যস্ত তারকা দম্পতিকে। কোথাও রণবীরকে দেখা যাচ্ছে ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে মাথা নত করতে, আবার কোথাও তাদের বাড়ির পূজা আর যজ্ঞের শান্ত মুহূর্তগুলো ধরা পড়েছে। ছোট্ট রাহাও মা-বাবার সঙ্গে পূজায় ছিল পুরো সময়।
সবচেয়ে আবেগঘন মুহূর্তটি এসেছে নীতু কাপুরকে নিয়ে। বউমার এমন যত্ন আর আয়োজন দেখে তিনি বেশ আবেগে ভেসে যান, আর সেই মুহূর্তেই আলিয়াকে জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দেন, এটাও ক্যামেরায় ধরা পড়েছে।
নতুন এই বাংলোতেই তিন বছরের রাহার জন্মদিনও উদযাপন করেছেন তারা। আর একটা চমক, ২৫০ কোটির এই বাড়ির অর্ধেক নাকি রাহার নামেই রেজিস্ট্রি করেছেন রণবীর-আলিয়া। বাকি অংশ রাখা হয়েছে নীতু কাপুরের নামে, ঋষি কাপুরের ইচ্ছা অনুযায়ী।