ইমরান খান অবশেষে পর্দায় ফিরছেন, আর সেই ফেরাটা ঘটছে পুরো দশ বছর পর। বহুদিন ধরে তাঁর প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের জল্পনা ছিল, মাঝেমধ্যে খবরও উঠেছিল আসছেন, আসছেন, কিন্তু ঠিক কবে সেটা কেউই জানত না। এবার দোটানার ইতি টানল বীর দাসের প্রথম পরিচালিত ছবি হ্যাপি প্যাটেল-এর ঘোষণা ভিডিও। সেখানে কয়েকটা দ্রুত কাটা দৃশ্যের মাঝেই দেখা মিলল ইমরানের লম্বা চুল, তীক্ষ্ণ দৃষ্টি, আর সেই পরিচিত উপস্থিতি। বোঝাই যাচ্ছে, তিনি একটি ক্যামিও করছেন, কিন্তু ছোট উপস্থিতিও যে বড় উচ্ছ্বাস তুলতে পারে, তা ভক্তদের প্রতিক্রিয়াই বলে দেয়।
হ্যাপি প্যাটেল একধরনের অদ্ভুত, ব্যতিক্রমী গুপ্তচর-ধরনের গল্প। ঘোষণা ভিডিওর শেষের ১৫ সেকেন্ডে বীর দাসের লুক দেখানো হলেও, আলো কাড়ল ইমরানের সেই এক ঝলক। সোশ্যাল মিডিয়া ভরে গেল স্ক্রিনশটে। কেউ লিখল, ইমরান ফিরে এসেছে। কেউ বলল, অবশেষে তিনি কোনও সাধারণ ‘লাভার বয়’ ফরমুলা চরিত্রে নয়, মজার, অফবিট গল্পে ফিরছেন এটা দেখে ভালো লাগছে।
আরেক দল সরাসরি দিল্লি বেলি-র আবহ টেনে আনল। আমির খান প্রোডাকশনস, চেক। বীর দাস, চেক। ইমরানের উপস্থিতি, চেক। ভক্তদের ভাষায়, এটা যেন ছোটখাটো পুনর্মিলন। এমনকি বীর দাস নিজেও টুইটারে হালকা মজার সুরে লিখলেন, “দাঁড়ান… ইমরান এই ছবিতে আছে?”
২০০৭ সালে জানে তু ইয়া জানে না দিয়ে দারুণ সূচনা হলেও ইমরান সেই গতি ধরে রাখতে পারেননি। মেরে ব্রাদার কি দুলহান, ব্রেক কে বাদ, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা সব মিলিয়ে জনপ্রিয়তা থাকলেও বক্স অফিস সাফল্য বারবার ফসকে গেছে। শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গেছে ২০১৫ সালের কাট্টি বাট্টি-তে। তারপর দীর্ঘ নীরবতা।
সেই নীরবতা ভেঙে ফিরছে হ্যাপি প্যাটেল। বীর দাস ও মোনা সিং প্রধান চরিত্রে আছেন, আর আমির খান প্রোডাকশনসের ব্যানার মানেই কৌতূহলের পরিমাণ একটু বাড়বে।
ছবিটি মুক্তি পাবে ১৬ জানুয়ারি ২০২৬।
ইমরানের সেই ক্ষণিক উপস্থিতিই প্রমাণ করেছে, দশ বছর পরও তাঁর প্রত্যাবর্তনের আলো নিভে যায়নি। Fans are ready. Now it’s his turn.