সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ। তার আকস্মিক মৃত্যুতে সংগীতাঙ্গন শোকে স্তব্ধ। তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা ও বন্ধু সোহম চক্রবর্তী। তিনি জুবিনের সঙ্গে তার পুরনো স্মৃতিগুলো স্মরণ করেছেন।

সোহমের স্মৃতিচারণ

একটি ভারতীয় গণমাধ্যমে সোহম চক্রবর্তী বলেন, “জুবিন গর্গ নেই! খবরটা শুনে বিশ্বাস করতে পারছি না। সামনে পুজা। উৎসবের আগে এমন অন্ধকার নেমে আসবে, কল্পনাও করতে পারিনি।”

তিনি জুবিনের সঙ্গে তার বন্ধুত্ব ও কাজের স্মৃতি তুলে ধরেন। সোহম জানান, ২০০৮ সালে মুক্তি পাওয়া তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'প্রেম আমার'-এর জনপ্রিয় গান 'বোঝে না সে বোঝে না'-তে জুবিনের গাওয়া গানে তিনি লিপ দিয়েছিলেন। সোহম বলেন, “যখন জানতে পারলাম 'প্রেম আমার' সিনেমায় জুবিনের গাওয়া গানে লিপ দেব, ভীষণ আনন্দ হয়েছিল। খুব খুশি হয়েছিলাম।”

ব্যক্তিগত সম্পর্ক

সোহম বলেন, জুবিন খুব মজার এবং খোলামেলা মানুষ ছিলেন। যখনই তাদের দেখা হতো, সময় কীভাবে কেটে যেত তা তারা বুঝতেই পারতেন না। একসঙ্গে বহু স্টেজ শো করেছেন। যখনই তারা স্টেজে উঠতেন, দর্শকরা 'বোঝে না সে বোঝে না' শুনতে চাইতেন এবং জুবিন তখন মাইকটি সোহমের দিকে এগিয়ে দিতেন।

জুবিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুবই গভীর ছিল। সোহম বলেন যে, আসামে যখনই তিনি শো করতে যেতেন, জুবিন সব ধরনের সাহায্য করতেন।

সবশেষে সোহম বলেন যে, তার সবচেয়ে বড় আফসোস হলো, তার আসন্ন একটি বাংলা সিনেমার জন্য জুবিন গান গেয়েছেন, কিন্তু সেই সিনেমা মুক্তির আগেই জুবিন চলে গেলেন।