বিপিএলের মাঠে অভিনেতা জিয়াউল হক পলাশের উপস্থিতি দর্শকদের মধ্যে আলাদা এক উন্মাদনা তৈরি করেছে। সম্প্রতি একটি ম্যাচে নোয়াখালী কিংসের হয়ে গ্যালারিতে হাজির হয়েছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই তারকা। মাঠের উত্তেজনার মধ্যেই পাকিস্তানি উপস্থাপিকা জয়নব আব্বাসের সঙ্গে তার একটি কথোপকথন সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
সাক্ষাৎকারের এক পর্যায়ে জয়নব আব্বাস যখন হুট করে পলাশকে ‘রোকেয়া’র কথা জিজ্ঞেস করেন, তখন অভিনেতা বেশ অবাক হয়ে যান। নিজের জনপ্রিয় নাটকের চরিত্রের কথা একজন বিদেশি উপস্থাপিকার মুখে শুনে বিস্ময় প্রকাশ করে পলাশ পাল্টা প্রশ্ন করেন, তিনি রোকেয়াকে চেনেন কি না। জবাবে জয়নব ইতিবাচক সায় দিলে পলাশ স্বভাবসুলভ ভঙ্গিতেই জানান যে, রোকেয়া বর্তমানে নোয়াখালীতে আছে এবং ইভা আছে আমেরিকায়, আর তিনি নিজে এখন সিলেটে খেলা উপভোগ করছেন। আন্তর্জাতিক অঙ্গনের একজন উপস্থাপিকার মুখে দেশি নাটকের চরিত্রের নাম আসার বিষয়টি পলাশ ভক্তদের পাশাপাশি নেটিজেনদেরও বেশ আনন্দ দিয়েছে।