দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। সম্প্রতি সেখানেই তার সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির দেখা হওয়ার পর তাদের পুরনো প্রেমের গুঞ্জন নতুন করে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে এই গুঞ্জনকে সম্পূর্ণ 'ভুয়া' বলে উড়িয়ে দিয়েছেন জায়েদ খান।

দূর দেশে জায়েদ-মাহি

বেশ কিছুদিন ধরে জায়েদ খান যুক্তরাষ্ট্রে আছেন। অন্যদিকে, সম্প্রতি অভিনেত্রী মাহিয়া মাহিও তার সন্তানকে নিয়ে সেখানে গিয়েছেন এবং বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন। এক ঘরোয়া অনুষ্ঠানে তাদের পাশাপাশি বসে থাকা এবং হাসিমুখে ছবি তোলার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এক সময় ঢালিউডে তাদের প্রেম নিয়ে কানাঘুষা শোনা গেলেও পরে তা থেমে যায়। মাহির বিচ্ছেদের পর এবং দুজনেই বিদেশে থাকায় এই গুঞ্জন আবার নতুন করে শুরু হয়েছে।

জায়েদ খানের প্রতিক্রিয়া

প্রেমের গুঞ্জন প্রসঙ্গে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে জানান, "মাহির সঙ্গে প্রেমের খবর ভুয়া। এসব নিয়ে কথা বলার মতোও কিছু নাই।" তিনি আরও বলেন, একটি ঘরোয়া অনুষ্ঠানেই তাদের দেখা হয়েছিল এবং এর বেশি কিছু নয়। মাহি তার কেবলই একজন সহকর্মী।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে জায়েদ খান নিউইয়র্কে যান এবং তারপর থেকে সেখানেই অবস্থান করছেন। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছেন এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র 'ঠিকানা'-এর উপস্থাপক হিসেবেও কাজ করছেন।