কেজিএফ তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন আপস’-এর টিজার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। টিজারের শুরুতে একটি গাড়ির ভেতরে যশকে এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। ঠিক পরের অংশেই রয়েছে রক্তক্ষয়ী অ্যাকশন দৃশ্য, যেখানে গুলি করে একাধিক ব্যক্তিকে হত্যার চিত্র তুলে ধরা হয়েছে। এই দুই বিপরীতধর্মী দৃশ্য মিলেই নেটদুনিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় তোলে।
টিজারে যশের সঙ্গে থাকা নারী শিল্পীর পরিচয় নিয়ে শুরু হয় নানা জল্পনা। পরে পরিচালক গীতু মোহনদাস নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, ওই চরিত্রে অভিনয় করেছেন ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী বিট্রিজ টাউফেনবাখ। জানা যায়, ২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা বিট্রিজ গানও করে থাকেন।
তবে টিজারের ঘনিষ্ঠ দৃশ্য ঘিরেই বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের তীব্র আক্রমণ ও কটাক্ষের শিকার হয়ে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন তিনি। এই সিদ্ধান্ত নতুন করে বিতর্ককে আরও উসকে দেয়।
এদিকে টিজারের দৃশ্যগুলোকে ‘অশালীন’ ও ‘যৌনভাবে স্পষ্ট’ আখ্যা দিয়ে আম আদমি পার্টির নারী শাখা কর্নাটক রাজ্য নারী কমিশনে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, এ ধরনের দৃশ্য নারী ও শিশুদের ওপর নেতিবাচক সামাজিক প্রভাব ফেলতে পারে এবং কন্নড় সংস্কৃতির মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
নারী কমিশনের পক্ষ থেকে সেন্সর বোর্ডের হস্তক্ষেপ চাওয়া হলেও সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন জানায়, ইউটিউবে প্রকাশিত টিজার তাদের আইনি আওতার বাইরে। কেবল সিনেমা হলে প্রদর্শনের জন্য নির্মিত ট্রেলার ও পূর্ণদৈর্ঘ্য ছবির ক্ষেত্রেই সার্টিফিকেশন বাধ্যতামূলক।
এ ছাড়া সমাজকর্মী দিনেশ কাল্লাহল্লি সিবিএফসি চেয়ারম্যান প্রসূন যোশিকে চিঠি লিখে টিজারের দৃশ্যগুলোকে ‘নৈতিকভাবে আপত্তিকর’ ও ‘স্থূলভাবে অশালীন’ বলে উল্লেখ করেন।
সমালোচনার জবাবে পরিচালক গীতু মোহনদাস ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি লেখেন, “নারীর ক্ষমতার ভাষা যখন মানুষ বুঝতে শেখে, তখন আমি নিশ্চিন্ত থাকি।” এই মন্তব্য ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
অন্যদিকে পরিচালক রাম গোপাল ভার্মা প্রকাশ্যে মোহনদাসের সাহসী নির্মাণ ভাবনার প্রশংসা করেন।
উল্লেখ্য, ‘টক্সিক’ ছবিতে যশের পাশাপাশি অভিনয় করছেন নয়নতারা, রুক্মিণী বসন্ত, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। সিনেমাটি আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে।