এক যুগের বেশি সময় ধরে রূপালি পর্দায় নিজের দক্ষতা প্রমাণ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অ্যাকশন থেকে রোমান্টিক সব ধরনের সিনেমাতেই তিনি দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন এই তারকা। বর্তমানে তিনি তিনটি নতুন ছবির শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
দেশে ফিরলেন ববি, সঙ্গে মা
তিন মাস অস্ট্রেলিয়াতে ছুটি কাটিয়ে গত ৩ সেপ্টেম্বর দেশে ফিরেছেন ববি। এবারের ভ্রমণ তার জন্য ছিল বিশেষ আনন্দময়। অস্ট্রেলিয়াতে থাকা তার দুই বোন, তাদের পাঁচ সন্তান এবং আমেরিকা ও ফ্রান্স থেকে আসা আত্মীয়-স্বজনদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তিনি। ববি বলেন, "আগেও অস্ট্রেলিয়া গিয়েছি। তবে এবারের ভ্রমণটা অন্য রকম। বোনের বাচ্চারা এখন বড় হয়েছে, তারা আমাকে পেলে আর একা থাকতে চায় না।" ববি তার এই সময়টুকু পিকনিক, গল্প, আর হৈ-হুল্লোড়ে কাটিয়েছেন।
ববি দেশে ফিরেছেন, এই খবরটি এখনো অনেকের কাছে পৌঁছায়নি, কারণ তার পুরনো ফোন নম্বরটি বন্ধ রয়েছে। তবে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই নতুন সিম তুলে সবার সঙ্গে যোগাযোগ করবেন। এবার তার সঙ্গে তার মা-ও দেশে ফিরেছেন এবং আগামী জানুয়ারি মাস পর্যন্ত তিনি থাকবেন। মায়ের আগমনে ববি খুবই আনন্দিত।
দীর্ঘ সাত বছর পর ইফতেখারের সঙ্গে কাজ
ববির চলচ্চিত্রে অভিষেক হয়েছিল পরিচালক ইফতেখার চৌধুরীর হাত ধরে 'খোঁজ-দ্য সার্চ' ছবির মাধ্যমে। এরপর 'দেহরক্ষী', 'রাজত্ব', 'অ্যাকশন জেসমিন', 'ওয়ান ওয়ে' এবং 'বিজলী'-এর মতো ছবিতে তারা একসঙ্গে কাজ করেছেন। কোনো এক অজানা কারণে গত সাত বছর ধরে এই জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তবে সব ঠিক থাকলে আগামী নভেম্বরে তারা নতুন একটি ছবি নিয়ে কাজ শুরু করবেন। ববি বলেন, "ইফতেখার আমেরিকা গিয়েছিল বেশ কিছুদিনের জন্য। ফলে আমরা কাজ করার সময় করে উঠতে পারিনি। সব ঠিক থাকলে নভেম্বরেই আমরা নতুন ছবি নিয়ে আসছি।"
এছাড়াও, ববি অভিনীত দুটি সিনেমা 'বেঈমান' ও 'বউ' মুক্তির অপেক্ষায় রয়েছে। তিনি আরও জানিয়েছেন, বদিউল আলম খোকনের পরিচালনায় তার নতুন ছবি 'তছনছ'-এর শুটিং এই মাসের শেষ দিকে শুরু হতে পারে।
ওটিটি থেকে দূরে থাকছেন কেন?
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ববি তেমন কিছু ভাবছেন না। তিনি বলেন, "আমরা বড় পর্দাতেই কমফোর্ট ফিল করি। এখানে যেহেতু ব্যস্ততা আছে, ওটিটি নিয়ে তাই ভাবছি না।" এছাড়াও তিনি জানান, ওটিটির জন্য যে ধরনের কাজের প্রস্তাব আসছে, সেগুলো তার মনের মতো নয়। তাই আপাতত তিনি ওটিটি থেকে দূরে আছেন। তবে সৈকত নাসিরের একটি ছবিতে কাজ করার ব্যাপারে তার কথা চলছে।