ছয় বছর পরে আবার পর্দায় ফিরেছেন বিবেক ওবেরয়। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘নায়ক’-এ, যেখানে তিনি নরেন্দ্র মোদির চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর বেশ খানিকটা সময় তিনি আড়ালেই ছিলেন। এবার ‘মাস্তি ৪’ মুক্তির সঙ্গে সঙ্গেই আলোচনায় ফিরেছেন তিনি, তবে সিনেমার কারণে নয় এক মন্তব্যই তাকে তুলে এনেছে বিতর্কের কেন্দ্রে।
প্রমোশনের সময় শাহরুখ খানকে নিয়ে এমন কথা বলে ফেলেন বিবেক, যা মুহূর্তে আগুন ধরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া। এক সাক্ষাৎকারে দর্শকদের ‘তারকা-আসক্তি’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ১৯৬০ সালে কে কোন সিনেমায় ছিলেন আজ আর কেউ মনে রাখে না। ২০৫০ সালে নাকি মানুষ জিজ্ঞেসও করতে পারে, “শাহরুখ খান কে?”
সেখানেই থামেননি তিনি। বলিউডের স্তম্ভ রাজ কাপুরকেও টেনে আনেন উদাহরণ হিসেবে। তার ভাষায়, আজকের অনেক তরুণই রণবীর কাপুরের ভক্ত, কিন্তু জানেই না তিনি রাজ কাপুরের নাতি।
এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শাহরুখের ভক্তরা ফেটে পড়েছেন ক্ষোভে। কেউ বিবেকের হারিয়ে যাওয়া ক্যারিয়ার টেনে কটাক্ষ করেছেন, কেউ মনে করিয়ে দিয়েছেন শাহরুখের ২০২৩ সালের দাপুটে কামব্যাক যে বছর তিনি পর পর ব্লকবাস্টার দিয়ে বলিউডকে দাঁড় করিয়ে দেন নতুন করে।