ভারতের দক্ষিণী তারকা তামান্না ভাট আর বিজয় ভার্মারের সম্পর্ক ভাঙার কথা অনেকদিন ধরেই ঘুরছে। এবার শোরগোল নতুন জায়গায় শোনা যাচ্ছে, তামান্নাকে ভুলে বিজয় নাকি মন দিয়েছেন ফাতিমা সানা শেখকে। ভারতীয় এক প্রতিবেদনে এই দাবি আরও জোরালো হয়েছে।
বিজয়ের নতুন ছবি গুস্তাখ ইশ্ক মুক্তির পথে। দঙ্গল-খ্যাত ফাতিমা আছেন তাঁর বিপরীতে। প্রথম পোস্টার বেরোনোর পর থেকেই সেটের বাইরে তাদের রসায়ন নিয়েও গুঞ্জন ছড়ায়।
এবার বিজয় নিজেই মুখ খুললেন। ফাতিমাকে তিনি তুলেছেন একধরনের হালকা, প্রশান্ত বাতাসের সঙ্গে। বললেন, ফাতিমার সঙ্গে কাজ করা মানেই স্বস্তি। সোজাসাপটা, কাজপাগল, মাথা ঠাণ্ডা এমন একজন মানুষ। শুটিংয়ে প্রতিটা শট ঠিক না হওয়া পর্যন্ত নাকি থামেন না তিনি।
দুজনের রসায়ন নিয়ে বিজয়ের মত, তাদের রসবোধ মিলেই কাজটা আরও প্রাণবন্ত হয়। গুস্তাখ ইশ্ক রোমান্সনির্ভর গল্প। সেই পুরোনো দিনের ধীর, নীরব, অনুভূতিভরা প্রেমটাই এই ছবির সৌন্দর্য বলে তিনি মনে করেন। আর ফাতিমা সেই আবেগ দারুণভাবে তুলে ধরেছেন বলেও জানান।
২০২৩ সালে প্রথম বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তামান্না ও বিজয়কে। পরে গোয়ার সমুদ্রপাড়ে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত ভাইরাল হলে বলিউডে তাদের প্রেম নিয়ে ঢেউ ওঠে। কিন্তু সে অধ্যায় থেকে বেরিয়ে এবার আলোচনায় উঠে এসেছে নতুন জুটি, বিজয় এবং ফাতিমা।