বছর শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে সেলিব্রিটিদের ছুটির আমেজ। আর সেই আমেজ গায়ে মাখতে আজ ভোরেই হায়দরাবাদ বিমানবন্দর থেকে বিদেশের পথে উড়াল দিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি Vijay Deverakonda এবং তাঁর বাগদত্তা Rashmika Mandanna

নতুন বছর (New Year) একসাথে কাটাতে তারা কোথায় যাচ্ছেন তা গোপন রাখলেও, বিমানবন্দরে তাদের ক্যাজুয়াল লুক কিন্তু ভক্তদের নজর এড়াতে পারেনি। মেকআপ ছাড়াই বেশ সাদামাটা পোশাকে তারা এয়ারপোর্টে প্রবেশ করেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

২০২৫ সালে এই তারকা জুটি গোপনেই বাগদান সেরে সবাইকে চমকে দিয়েছিলেন। নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তারা, কিন্তু ভক্তদের কাছে তাদের অফ-স্ক্রিন রসায়ন সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু।

কাজের দিক থেকেও দুজনেই আছেন দারুণ ফর্মে। বিজয়ের শেষ ছবি Kushi দর্শকদের মন জয় করার পর, এখন সবাই মুখিয়ে আছে তার পরবর্তী অ্যাকশন মুভি Rowdy Janardhana-এর জন্য। ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এই ছবির টাইটেল প্রোমো ইতিমধ্যেই সাড়া ফেলেছে।

অন্যদিকে, রাশমিকা বর্তমানে ন্যাশনাল ক্রাশ হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করছেন। ‘থাম্মা’-র সাফল্যের পর তার হাতে রয়েছে Pushpa 3 এবং Mysaa-র মতো বড় প্রজেক্ট।

বড় পর্দায় Dear Comrade বা Geetha Govindam-এ যাদের প্রেম দেখে দর্শকরা মুগ্ধ হতেন, বাস্তবেও তাদের এই সুন্দর রসায়ন নেটিজেনদের মন ভরিয়ে দিচ্ছে। শুভ সফর, বিজয়-রাশমিকা!