অভিনেত্রী বিদ্যা বালান তাঁর অভিনয় জীবনের প্রতিটি ধাপে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। বাংলা সিনেমার রূপালি পর্দা থেকে বলিউডের সফল যাত্রা শেষে এবার তিনি দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন।

২০০৩ সালে গৌতম হালদারের ‘ভালো থেকো’ (রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ অবলম্বনে) সিনেমার মাধ্যমে তাঁর রূপালি পর্দায় আত্মপ্রকাশ। এরপর ২০০৫ সালে পূজা বত্রী পরিচালিত ‘পরিণীতা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে প্রবেশ করেন এবং রাতারাতি প্রথম সারির অভিনেত্রীর কাতারে উঠে আসেন।

এবার বলিউডের সীমানা পেরিয়ে কেরালার মেয়ে বিদ্যা বালানের দক্ষিণ ভারতীয় সিনেমায় অভিষেক হতে চলেছে। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমের সূত্র মতে, তামিল ছবি ‘জেলার ২’তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। তিনি খলনায়কের ভূমিকায় থাকা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের চরিত্রে অভিনয় করবেন। ছবিটি পরিচালনা করছেন নেলসন দিলীপ কুমার, এবং এতে রয়েছেন সুপারস্টার রজনীকান্ত। ২০১৯ সালে ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করলেও, ‘জেলার ২’ দিয়েই মূলত দক্ষিণী বিনোদন জগতে তাঁর পূর্ণাঙ্গ অভিষেক ঘটতে চলেছে। বর্তমানে চেন্নাইতে ছবির শুটিং চলছে, যার পরবর্তী অংশের চিত্রায়ন হবে গোয়ায়। সব ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে। বিদ্যা বালানের এই দক্ষিণ যাত্রা তাঁর নিজের মাটির সিনেমায় ফিরে আসার মতোই এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।