বাংলা সিনেমার গান মানেই এখন বিশ্বজুড়ে হইচই। আর সেই পালে হাওয়া দিয়েছে মেগাস্টার Shakib Khan অভিনীত এবং Rayhan Rafi পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’। ছবিটি প্রেক্ষাগৃহে যেমন ঝড় তুলেছিল, ডিজিটাল দুনিয়াতেও তৈরি করল নতুন ইতিহাস। ছবিটির দুই গান ‘লাগে উরাধুরা’ এবং ‘দুষ্টু কোকিল’ সম্মিলিতভাবে ইউটিউবে ১ বিলিয়ন বা ১০০ কোটি ভিউয়ের অবিশ্বাস্য রেকর্ড গড়েছে!
গত বছরের মে মাসে মুক্তি পাওয়া ‘লাগে উরাধুরা’ গানটি যেন দেশের গণ্ডি পেরিয়ে প্যান-ইন্ডিয়ান হিটে পরিণত হয়েছে। Pritam Hasan ও Debashree Antara-র কণ্ঠে এই গানটি চরকি ও এসভিএফ-এর ইউটিউব চ্যানেল মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৪৫ কোটি ভিউ পেয়েছে। প্রীতমের সুর আর শাকিবের স্টাইল, দুইয়ে মিলে গানটি এখনো ডিজে পার্টিগুলোর এক নম্বর পছন্দ।
অন্যদিকে মিমি চক্রবর্তী আর শাকিবের অনস্ক্রিন রোমান্সে ভরপুর ‘দুষ্টু কোকিল’ ছাড়িয়ে গেছে সব সীমানা। ঢাকা ও কলকাতার দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী Kona ও Akash Sen-এর গাওয়া এই গানটির ভিউ ছাড়িয়েছে ৫০ কোটির ঘর! মজার ব্যাপার হলো, আকাশ সেন এই গানটি লিখেছিলেন তার বাড়ির পাশের আমগাছে কোকিলের ডাকাডাকি শুনে। প্রথমে অন্য ছবির জন্য তৈরি হলেও ভাগ্যক্রমে এটি ‘তুফান’-এর ললাটে জোটে এবং তৈরি করে নতুন রেকর্ড।
এই মাইলফলকে উচ্ছ্বসিত শিল্পী কনা বলেন, “মানুষ ভালোবেসে শুনেছে বলেই এই ভিউ। শিল্পী হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে!” নির্মাতা Rayhan Rafi-র মতে, এই সাফল্য প্রমাণ করে যে বাংলা সিনেমার সুদিন ফিরে এসেছে। মানুষ এখন কেবল মুভি দেখছে না, বারবার লুপে গানগুলোও শুনছে।
কেবল বাংলাদেশ নয়, ভারত থেকে ব্যাংকক,সবখানেই বাজছে এই গান দুটি। হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমার বড় বড় রিভিউয়াররা পর্যন্ত তুফানের গানের প্রশংসায় পঞ্চমুখ। টিকটক, রিলস আর শর্টস-এ এই গানের ওপর তৈরি হয়েছে কয়েক লাখ ভিডিও।
Shakib Khan-এর ‘তুফান’ কেবল বক্স অফিসেই ২০০ কোটি ছাড়ায়নি, ইউটিউবেও বুঝিয়ে দিল যে ডিজিটাল রাজত্বটাও এখন ‘কিং খান’-এর দখলেই!