এক শো, দুই তারকা কাজল ও টুইংকেল খান্না এবার আসছেন নতুন রূপে। নব্বইয়ের দশকের এই দুই জনপ্রিয় নায়িকা প্রথমবারের মতো একসঙ্গে সঞ্চালকের আসনে বসতে চলেছেন। তাঁদের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’ শিগগিরই শুরু হতে যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।
গত সোমবার মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোয়ের ট্রেলার উন্মোচন করা হয়। ট্রেলারে এক ঝলক দেখা গেছে বলিউডের প্রথম সারির বহু তারকাকে আমির খান, সালমান খান, গোবিন্দা, চাংকি পান্ডে, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, ভিকি কৌশল, কৃতি শ্যানন, করণ জোহর, জাহ্নবী কাপুরসহ আরও অনেকে। তবে নির্মাতাদের দাবি, এটি কেবলই টিজার মূল শোতে অতিথিদের তালিকা হবে আরও দীর্ঘ ও চমকপ্রদ।
ট্রেলার উন্মোচনের দিন কাজল ও টুইংকেলকে প্রাণবন্ত মেজাজে পাওয়া যায়। সবচেয়ে আলোচনায় ছিল তাঁদের পারস্পরিক সম্পর্কের খোলামেলা প্রকাশ। মঞ্চে দাঁড়িয়ে টুইংকেল মজা করে বলেন,
“শোতে কাজলকে আমি বোন বলেছি। আমরা বন্ধু নই, আমরা বোন। আমরা একে অপরকে নিয়ে ঠাট্টা করি, বিদ্রুপ করি, আবার ভরসাও দিই। এটাই আমাদের আসল বন্ডিং।”
কাজলও হাসিমুখে এই বক্তব্যের সঙ্গে একমত হন। তাঁদের এই খুনসুটি দর্শকদের আশ্বস্ত করেছে যে শোটি হবে প্রাণখোলা হাসি-ঠাট্টায় ভরপুর।
প্রথমবার সঞ্চালনার অভিজ্ঞতা নিয়ে কাজল বলেন,
“টুইংকেলের সঙ্গে আমার বন্ধুত্ব অনেক দিনের। আমরা যখনই কথা বলি, পরিবেশ মুহূর্তেই জমে ওঠে। এই আলাপচারিতাই টক শো করার মূল অনুপ্রেরণা। আমরা চিরাচরিত টক শো থেকে ভিন্ন কিছু করতে চাই। এখানে তারকারা শেয়ার করবেন তাঁদের জীবনের সত্যিকারের গল্প, দর্শক পাবেন খোলামেলা হাসি আর বিনোদন।”
শাহরুখ খানের উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে টুইংকেল রসিকতা করে বলেন,
“শাহরুখ এসেছিলেন ঠিকই, কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে বাথরুমে চলে যান। আমরা হতাশ হয়েছিলাম, পরে তাঁর কাটআউট এনে সেটে রেখেছিলাম।” এ কথা শুনে সবাই হেসে ওঠেন।
অতিথিদের মধ্যে সবচেয়ে বেশি বিনোদন দিয়েছেন গোবিন্দা, এ মন্তব্য করেন কাজল। তাঁর ভাষায়,
“গোবিন্দা মানেই ট্রেন্ড, মানেই আইকন। তাঁর নাচ এখনও দর্শকের প্রিয়। অন্যরা অসাধারণ ছিলেন, কিন্তু গোবিন্দা ছিলেন একেবারেই আলাদা।”
কাজল এখনো সমান তালে সামলাচ্ছেন বড় পর্দা ও ওটিটি প্ল্যাটফর্ম, আর টুইংকেল খান্না অনেক আগেই অভিনয় থেকে সরে গেছেন এবং লেখক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দুই ভিন্নধর্মী যাত্রাপথের এই দুই তারকাকে নিয়ে নতুন শো ঘিরে দর্শকের আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে।
প্রচার শুরু হবে ২৫ সেপ্টেম্বর থেকে, প্রতি বৃহস্পতিবার অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইংকেল’।