সত্য ঘটনা অবলম্বনে নির্মিত নতুন চলচ্চিত্র ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং শুরু হয়েছে চট্টগ্রামের অদূরে। রায়হান খান পরিচালিত এই কোর্টরুম ড্রামাটিতে থাকছেন একাধিক তারকা শিল্পী, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

ইতোমধ্যে জানা গিয়েছিল, ছবিটিতে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহান। এবার নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। পরিচালক নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

রায়হান খান জানান, “এই সিনেমাটি নারী ও শিশু নির্যাতন আইন ২০০১-এর একটি মামলার ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। ছবির মূল উপজীব্য হলো ন্যায়বিচার, নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনের অজানা রাজনীতি।”

তিনি আরও বলেন, “এটি একটি কোর্টরুম ড্রামা, যেখানে গল্পই মুখ্য। গল্পের প্রয়োজনেই অনেক চরিত্র থাকবে, আর নুসরাত ফারিয়াকে দর্শকরা পাবেন একটি বিশেষ চমক হিসেবে।”

জানা গেছে, গত ৮ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হয়েছে ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং। পরবর্তী ধাপে কিছু দৃশ্য ধারণ করা হবে ঢাকা ও এফডিসিতে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আগামী বছর ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে।

ছবিটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সাবেরি আলম ও মিলন ভট্টাচার্যসহ আরও অনেকে।