প্রায় এক যুগ আগে শেষ হওয়া ‘মন বোঝে না’ অবশেষে গেল সপ্তাহে মুক্তি পেয়েছে। তবে হঠাৎ মুক্তিতে ক্ষুব্ধ হয়েছেন ছবির নায়িকা তমা মির্জা। প্রযোজনা প্রতিষ্ঠানের আচরণকে তিনি বলেছেন “চূড়ান্ত অপেশাদার”।
২০১৩ সালে শুটিং শুরু হয়ে ২০১৪ সালে শেষ হয় আয়েশা সিদ্দিকা পরিচালিত এই ছবির কাজ। তখনই এটি মুক্তির জন্য প্রস্তুত ছিল, কিন্তু অজানা কারণে আটকে যায়। দীর্ঘ ১১ বছর পর হঠাৎই ছবিটি দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। কিন্তু মুক্তির আগে বা পরে কোনো প্রচারণায় ছিলেন না নায়ক আরিফিন শুভ ও তমা মির্জা দুজনের কেউই।
এ নিয়ে তমা মির্জা বলেন, “আমরা যখন কাজটি করেছি, সেটি সেই সময়ের প্রেক্ষাপটে একদম মানানসই ছিল। এখন দর্শকরা যদি আমাদের বর্তমান কাজের সঙ্গে তুলনা করেন, সেটা ছবির জন্য ক্ষতিকর হবে। এত বছর পর মুক্তি দেওয়ায় প্রযোজকও আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”
তিনি আরও বলেন, “একটা ছবির শুটিং শেষ হলে তিন বছরের মধ্যে মুক্তি দেওয়া উচিত। তা না হলে ছবির মেরিট নষ্ট হয়, শিল্পীরও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। আর মুক্তির আগে অন্তত প্রধান অভিনেতাদের সঙ্গে যোগাযোগ করাই তো স্বাভাবিক শিষ্টাচার। সেটা না করা সত্যিই হতাশাজনক।”
উল্লেখ্য, তমা মির্জাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ ছবিতে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন আফরান নিশো।