সম্প্রতি টালিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী তার আসন্ন সিনেমা 'পরীমনি'-এর পোস্টার শেয়ার করার পর থেকেই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে জানতে চেয়েছেন, এটি কি বাংলাদেশের অভিনেত্রী পরীমনির বায়োপিক?
বায়োপিক নয়, এটি অতিপ্রাকৃতিক থ্রিলার
আদতে বাংলাদেশের অভিনেত্রী পরীমনির সঙ্গে এই সিনেমার কোনো সম্পর্ক নেই। পরিচালক সিদ্ধার্থ চক্রবর্তী ও সৌভিক দে জানিয়েছেন, এটি একটি অতিপ্রাকৃতিক থ্রিলার। এর গল্প 'পরি' নামের এক কিশোরীকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যার জীবনে ভয়, ভালোবাসা, অপরাধ এবং দায়বদ্ধতার নানা অধ্যায় লুকিয়ে আছে।
পরিচালক সৌভিক দে বলেন, "প্রথমে 'পরীমনি' ছিল শুধুই একটি হরর কনসেপ্ট। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, এটি শুধু ভয় নয়; বরং সমাজেরই প্রতিচ্ছবি।"
তনুশ্রী চক্রবর্তী এই ছবিতে 'পরি'-এর মায়ের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও রয়েছেন রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্যসহ আরও অনেকে। ছবিটি চলতি বছরের দেওয়ালি উৎসবে মুক্তি পাবে।