টলিউডের জনপ্রিয় মুখ সৌমি পাল একের পর এক জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’, ‘সীমারেখা’, ‘কাঞ্চি’-তে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। কিন্তু বর্তমানে অভিনয়ের আলো ছাপিয়ে ব্যক্তিগত জীবনের ঝড়েই বেশি আলোচিত এই অভিনেত্রী।

সৌমি সম্প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন। ২০১৬ সালে প্রেমের সম্পর্কে জড়ানো এই অভিনেত্রীর বিয়ে হয় ২০২১ সালে। কিন্তু গত কয়েক মাস ধরে দাম্পত্য জীবনের জটিলতা নিয়ে একাধিক ভিডিও প্রকাশ করছেন তিনি, যেখানে প্রকাশ পাচ্ছে সম্পর্কের টানাপোড়েন ও আইনি লড়াইয়ের ইঙ্গিত।

এক সাম্প্রতিক ভিডিওতে সৌমি অভিযোগ করেন, তার ব্যবহৃত গাড়িটি এখন স্বামীর কাছে, অথচ স্বামী দাবি করছেন গাড়িটি তিনিই কিনেছেন। অভিনেত্রীর ভাষায়, “আমার গাড়ি এখন তার কাছে, কিন্তু সবার কাছে বলে বেড়াচ্ছে গাড়িটা নাকি তার। আমি শুধু প্রমাণটা চাই, সত্যিটা সামনে আসুক।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “আমাকে কেন ছেড়ে দেওয়া হলো, সেই উত্তর আজও পাইনি। কেউ যদি পারে, জিজ্ঞেস করে জানিও আমার কি চরিত্র খারাপ ছিল? আমি কি কখনও নির্যাতন করেছি?”

সৌমির দাবি, সম্পর্কে জড়ানোর পরেই তার স্বামীর গ্রামে নতুন বাড়ি তৈরি হয়, যা আগে বহু বছরেও হয়নি। তার কথায়, “আমি সম্পর্কে যাওয়ার পরই হঠাৎ বাড়ি বানিয়ে ফেলল! আগে তো টাকা ছিল না, এখন কোথা থেকে এলো এলাকার মানুষ জানে।”