তামিল সুপারস্টার থালাপতি বিজয় তাঁর তিন দশকের দীর্ঘ অভিনয় জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়ায় তাঁর শেষ সিনেমা ‘জানা নায়গান’-এর গান মুক্তির অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে জানান যে, এটিই তাঁর ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র। মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা এই অভিনেতা ৫১ বছর বয়সে এসে তাঁর ৩৩ বছরের বর্ণাঢ্য রূপালি পর্দার অধ্যায় সমাপ্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

অবসর ঘোষণার মঞ্চে বিজয় ভক্তদের প্রতি তাঁর গভীর কৃতজ্ঞতা ও ঋণের কথা প্রকাশ করেন। তিনি জানান, দীর্ঘ এই পথচলায় অনেক সমালোচনা সহ্য করলেও ভক্তদের অকুণ্ঠ ভালোবাসাই ছিল তাঁর মূল শক্তি। অভিনেতা আবেগঘন কণ্ঠে অঙ্গীকার করেন যে, গত ৩৩ বছর তিনি সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন এবং জীবনের পরবর্তী ৩৩ বছর তিনি জনসেবার মাধ্যমে সেই ভালোবাসার ঋণ শোধ করতে চান।

অভিনয় জগত থেকে বিদায় নিলেও বিজয় এখন পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে মনোনিবেশ করছেন। তিনি ইতিমধ্যে ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছেন। এদিকে, মালয়েশিয়া থেকে ফেরার পথে চেন্নাই বিমানবন্দরে ভক্তদের উপচে পড়া ভিড়ে তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার মতো একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন। কোটি টাকার পারিশ্রমিক ও গ্ল্যামার জগত পেছনে ফেলে প্রিয় ‘থালাপতি’ এখন সাধারণ মানুষের সেবায় নতুন যাত্রার জন্য প্রস্তুত।