ইউটিউবার তৌহিদ আফ্রিদি এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক আলোচনা হয়েছিল। সম্প্রতি আফ্রিদির গ্রেপ্তারের পর আবারও আলোচনায় আসে তাদের নাম। দীর্ঘ দিন পর এই বিষয়টি নিয়ে মুখ খুললেন দীঘি।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীঘি জানান, মাই টিভির একটি অনুষ্ঠানে তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রথম পরিচয় হয়েছিল। আফ্রিদি সেই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন। সেই পরিচয় থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। দীঘি বলেন, "সেই প্রোগ্রাম থেকেই প্রথম দেখা ও পরিচয়। এবং তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা ভাইরাল হবে।"

'আমরা এক থেকে দেড় বছর কারও সঙ্গে কথাই বলিনি'

দীঘি বলেন, তারা দুজনেই তাদের সম্পর্ককে সবসময় শুধু বন্ধুত্ব হিসেবেই দেখেছেন। কিন্তু গণমাধ্যমে তাদের নিয়ে প্রেমের খবর প্রকাশিত হওয়ায় তাদের পরিবারে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছিল। দীঘি বলেন, "কারণ যে বিষয়টি নিয়ে আমরা অবগত না, সেই বিষয়টি আমাদের আশপাশে কেন হবে? এ রকম নিউজ কেন হবে? কারণ আমরা এটার জন্য প্রস্তুত না।"

তিনি আরও বলেন যে, এমন একটি সময় এসেছিল যখন তারা প্রায় এক থেকে দেড় বছর একে অপরের সঙ্গে কথা বলা এবং দেখা করা বন্ধ করে দিয়েছিলেন।