প্রখ্যাত নির্মাতা-সাহিত্যিক শহীদ জহির রায়হানের পুত্র তপু রায়হান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মা, জনপ্রিয় অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা। এ সময় সুচন্দা তাঁর জীবনের দুঃসময়, দেশের জন্য ত্যাগ ও সংগ্রামের স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, “আমার ছেলে, জহির রায়হানের ছেলে যেন মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য কাজ করে এটাই আমার কামনা।” তিনি আরও জানান, দেশ স্বাধীনের লক্ষ্য নিয়ে তাঁরা যুদ্ধ করেছেন শুধু দেশ আর দেশের মানুষকে সামনে রেখে।

জহির রায়হানের নিখোঁজের পর পরিবারের কঠিন সময়ের স্মৃতিচারণ করে সুচন্দা বলেন, “দেশ স্বাধীনের পর এমনও সময় গেছে, অভাবে গাছের পাতা খেয়েছি। কারণ, তখন প্রায়ই খাবার জুটত না।” তিনি জানান, হার না মেনে সন্তানদের মানুষ করেছেন এই বিশ্বাসে যে, তারা তাদের বাবার মতো মানবিক ও দেশপ্রেমিক হবে। সুচন্দা ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, মহাখালী) সমস্যাগুলো সম্পর্কে অবগত এবং তিনি মনে করেন, বিশেষ করে নিম্ন-আয়ের মানুষের সমস্যা সঠিকভাবে চিহ্নিত করে সমাধান করা প্রয়োজন। তিনি তাঁর ছেলে তপু রায়হানের মধ্যে জহির রায়হানের প্রতিচ্ছবি দেখতে পান এবং খুশি যে তাঁর ছেলে মানুষের জন্য কাজ করতে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।

কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হয়ে তপু রায়হান নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এবং তাঁর ইশতেহারকে ‘ঐকমত্যের ইশতেহার’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি কোনো প্রথাগত রাজনীতি নয়, বরং সহযোগিতার রাজনীতি চালু করতে চান। তপু রায়হান বলেন, তাঁর বাবা জহির রায়হানও রাজনৈতিক সচেতন ছিলেন, কিন্তু কোনো দলের সক্রিয় সদস্য ছিলেন না। বাবার মানবতাবাদী সমাজের স্বপ্ন ধারণ করে তিনি বিশ্বাস করেন—সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়েও মানবকল্যাণে রাজনীতি করা সম্ভব।