জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা জানালেন, বাংলাদেশের ‘সোলজার’ চলচ্চিত্রের জন্য তিনি কলকাতার ‘ভালোবাসার মরশুম’ সিনেমাটি ছেড়ে দিয়েছেন। অনেকের ধারণা ছিল তিনি বাদ পড়েছেন, তবে তিশা বলছেন ভিন্ন কথা।

তিশা নিশ্চিত করেছেন যে, দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময়ে পড়ে গিয়েছিল। তবে এর চেয়েও বড় কারণ হলো:

“আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক। চেয়েছি, শাকিব খানের মতো তারকার সাথেই আমি সিনেমায় পা রাখি।”

এর আগে একাধিকবার শাকিব খানের বিপরীতে তিশার চলচ্চিত্রে অভিষেকের কথা শোনা গেলেও তা শেষ পর্যন্ত গুঞ্জনই ছিল। অবশেষে ‘সোলজার’-এর মাধ্যমে তিনি সেই সুযোগটি পেলেন।

ভিসা জটিলতা ও দেশপ্রেম

কলকাতার সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে ভিসা জটিলতার কথা উঠলেও, তিশা এর পেছনে অন্য কারণ দেখিয়েছেন। তিনি বলেন, “এটা সত্য, ভিসার একটা জটিলতা ছিল। কিন্তু ‘সোলজার’ এবং ‘ভালোবাসার মরশুম’ সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি। কারণ, আমি বাংলাদেশের মেয়ে। আমার কাছে আগে বাংলাদেশ।

সংবাদমাধ্যমে তাকে নিয়ে ভুল খবর প্রকাশিত হওয়ায় তিনি কিছুটা অবাক হয়েছেন এবং অনুরোধ করেছেন যে, খবর লেখার আগে যেন সাংবাদিকেরা তার সঙ্গে আলোচনা করে নেন।

শাকিব-তিশা জুটির যাত্রা শুরু

তানজিন তিশা ইতোমধ্যে ‘সোলজার’-এর শুটিং শুরু করেছেন। অন্যান্য শিল্পীর সাথে কাজ করলেও ১১ অক্টোবর শাকিব খানের সাথে তার প্রথম শুটিং করার কথা রয়েছে। এভাবেই যাত্রা শুরু হতে যাচ্ছে শাকিব-তিশা জুটির।

সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমাটি দেশ প্রেমের অন্য এক গল্পে নির্মিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছরের শেষে অথবা আগামী বছর দুই ঈদ ছাড়া যেকোনো সময়ে ‘সোলজার’ মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।