অভিনয় এবং ইউটিউবিং ছেড়ে ধর্মের পথে এসেছেন জনপ্রিয় অভিনেতা তামিম মৃধা। সম্প্রতি তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছেন এবং সেখান থেকে কাবাঘরের সামনে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করে তার অনুভূতির কথা জানিয়েছেন।

রিজিক নিয়ে তামিমের ভাবনা

ফেসবুকে পোস্ট করা ছবিতে তামিম মৃধা বলেন যে, অনেকেই তাকে জিজ্ঞাসা করেন, অভিনয় ছেড়ে দেওয়ার পর তার রিজিকের কী অবস্থা। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমি ভাবি রিজিক নয় আসলে কি? এই যে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি—এই সবকিছুই তো আমার রিজিক!"

তিনি আরও বলেন, এই রিজিক নিয়েই তিনি তার সবচেয়ে প্রিয় জায়গায় আল্লাহকে সন্তুষ্ট করতে পারছেন, যা তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

আধ্যাত্মিক যাত্রার শুরু

চলতি বছরের শুরুর দিকে গুঞ্জন উঠেছিল যে, তামিম মৃধা অভিনয় ছেড়ে দিচ্ছেন। যদিও তিনি সেই খবরটি পুরোপুরি সত্য নয় বলে দাবি করেছিলেন, এরপর থেকে তাকে আর অভিনয়ে দেখা যায়নি। তিনি এখন ইসলামী জীবনাচার মেনে চলছেন এবং ইসলামিক কনটেন্ট তৈরি করছেন। তিনি সবার জন্য দোয়া করে বলেছেন, "দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকেই অন্তত একবার এই জায়গাটায় আসার তৌফিক দান করেন।"