পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা 'স্বপ্নে দেখা রাজকন্যা' অবশেষে আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। প্রায় চার বছর আগে, ২০২১ সালে ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেও এতদিন এটি মুক্তি পায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে পরিচালক নিজেই এই মুক্তির তারিখ ঘোষণা করেছেন।

গল্পনির্ভর সিনেমা আসছে প্রেক্ষাগৃহে

পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, "২৬ সেপ্টেম্বর মুক্তির ব্যাপারে আগেই প্রযোজক সমিতির অনুমোদন নিয়েছি। হল মালিকদের সঙ্গেও কথা হয়েছে। খুব শিগগিরই হল বুকিং শুরু করব।"

তিনি আশা করছেন, গল্পনির্ভর এই ছবিটি দর্শকদের মন জয় করবে। তার মতে, অভিনেতা-অভিনেত্রীরা এই ছবিতে নিজেদের সেরাটা দিয়েছেন এবং ছবিটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ এবং নিশাত নাওয়ার সালওয়া। এতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা এবং চিকন আলীসহ অনেকে। দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশে ছবিটি মুক্তি পাওয়ায় নির্মাতা আশা করছেন, এটি দর্শকদের আনন্দ দেবে।