সুস্মিতা সেন দুই বছর আগে ভয়ংকর এক হার্ট অ্যাটাকের মুখোমুখি হয়েছিলেন। হৃদযন্ত্রে ৯৫ শতাংশ ব্লক ধরা পড়ায় জরুরি অ্যানজিওপ্লাস্টি করতে হয়। সেই সময়টা নিয়ে তিনি সম্প্রতি দিব্যা জৈনের একটি পডকাস্টে খুলে কথা বলেছেন।

তিনি বলেন, হার্ট অ্যাটাকের পুরো সময়ই তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন। এমনকি অ্যানজিওপ্লাস্টির সময়ও তিনি অজ্ঞান হতে চাননি। কারণ মাথায় ঘুরছিল একটাই ভয়  অচেতন হলে যদি আর ফিরে না আসেন! নিজের স্বভাবসুলভ নিয়ন্ত্রণের প্রবণতাই তাকে জেগে থাকতে সাহস জুগিয়েছিল। তার ভাষায়, তিনি তখন বেশ অধৈর্য ছিলেন, তবু সজাগ থাকার সিদ্ধান্তই তাকে বাঁচিয়ে দিয়েছে বলে মনে করেন।

সেই মুহূর্তে তার সামনে ছিল দুটি পথ, সব অনুভূতি নিয়েই সচেতনভাবে অপারেশন পার করা, বা অজ্ঞান হয়ে গিয়ে হয়তো আর না জেগে ওঠার ঝুঁকি নেওয়া। তিনি প্রথম পথটাই বেছে নেন।

অপারেশনের মধ্যেও তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন, কাজের কথা তুলছিলেন, তাড়া দিচ্ছিলেন। কারণ জয়পুরে শুটিং সেটে অসুস্থ হওয়ার পর থেকেই তার মাথায় ছিল দ্রুত কাজে ফেরার ইচ্ছা। অ্যানজিওপ্লাস্টির মাত্র দুই সপ্তাহ পরই তিনি একটি ফ্যাশন শো দিয়ে কাজে ফিরেও সেটাই প্রমাণ করেন।