পশ্চিমবঙ্গের সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে বিতর্ক যেন লেগেই থাকে। বাংলাদেশে একটি রান্নার অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের মানুষের তোপের মুখে পড়া বা অতিথি এলে ফ্রিজ পরিষ্কার করা নিয়ে কটাক্ষের শিকার হওয়ার পর এবার তিনি আরও এক কাণ্ড ঘটিয়ে ফেললেন। জি বাংলার 'রান্নাঘর' এর সাবেক এই সঞ্চালক এবার এক অ্যাপ-ক্যাব চালকের সঙ্গে মারামারিতে জড়িয়েছেন বলে জানা গেছে। ঘটনার সময় তাঁর ছেলে আদিদেব চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিল।
রোববার ছেলেকে নিয়ে বালিগঞ্জ থেকে নিউটাউনে দাদার বাড়ি যাওয়ার পথে মাঝপথে মিষ্টির দোকানের সামনে চালককে পাঁচ মিনিটের জন্য দাঁড়াতে বলার পরই বিপত্তির শুরু হয়। সুদীপা গণমাধ্যমকে জানান, চালক স্টপ যোগ করতে বলেন, কিন্তু দুই মিনিটের জন্য তা করতে তিনি রাজি হননি। এরপরেই শুরু হয় বাগ্বিতণ্ডা। সুদীপার অভিযোগ, চালক বন্ডেল রোড দিয়ে বালিগঞ্জ হয়ে নিউটাউন না গিয়ে অন্যদিকে গাড়ি নিয়ে যাচ্ছিলেন এবং তাঁকে খারাপ ভাষায় আক্রমণ করেন।
সুদীপা আরও বলেন, চালক তাঁকে 'মজা দেখাব' বলে তেড়ে মারতে এসেছিলেন। এই পরিস্থিতিতে আর চুপ থাকতে না পেরে সুদীপা তাঁকে প্রতিরোধ করেন এবং চালকের পিঠে ঘুষি দেন। চালক তাঁকে হিন্দিতে কথা বলতেও বলেছিলেন। সবকিছু মিলিয়ে প্রতিবাদ হিসেবেই সুদীপা এই কাজটি করেছেন বলে জানান।
অন্যদিকে, মায়ের সঙ্গে চালকের এমন বাগ্বিতণ্ডা ও মারামারি দেখে ছেলে আদিদেব খুব ভয় পেয়ে গেছে এবং এখনো সেই ভয় থেকে বের হতে পারেনি বলে জানান সুদীপা। তিনি গাড়ির নম্বর মনে রেখেছেন এবং এই বিষয়ে থানায় অভিযোগ জানাবেন বলে স্থির করেছেন।