কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী তাঁর অভিনয় জীবন, গ্ল্যামার এবং ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী তাঁর মাতৃত্ব, ব্যক্তিগত জীবন এবং টলিউডের কর্মসংস্কৃতি নিয়ে অকপট কথা বলেছেন। এই আলোচনার সূত্রপাত হয় বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাজের সময় সংক্রান্ত একটি দাবিকে কেন্দ্র করে, যেখানে দীপিকা দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার কথা বলেছিলেন।
দীপিকা পাড়ুকোনের সেই মন্তব্যের প্রেক্ষাপটেই শুভশ্রী টলিউডের চিত্রটি তুলে ধরেন। টলিউডে দৈনিক ২০ ঘণ্টা কাজ চলে এমন একটি প্রচলিত ধারণা প্রসঙ্গে তিনি প্রথমে মুম্বাই এবং টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মধ্যে পার্থক্য উল্লেখ করেন। তাঁর মতে, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির মতো সুযোগ-সুবিধা টালিগঞ্জে সেভাবে নেই। এখানে প্রযোজক, পরিচালক বা শিল্পীরা কেউই তেমন সুবিধা পান না, ফলে সবাইকে একটি সীমিত বাজেট এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হয়।
তবে এই প্রসঙ্গে শুভশ্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে চমক দেন। তিনি বলেন যে, মাতৃত্বের পর কাজের সময়সূচি নির্ধারণ নিয়ে ব্যক্তিগতভাবে তাঁকে কখনোই কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। অভিনেত্রী দৃঢ়তার সাথে বলেন, “দীপিকার অনেক আগে আমি মা হয়েছি”, যার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে মাতৃত্বের পর তিনি নিজেই নিজের কাজের সময়সূচি নির্ধারণ করে নিয়েছেন এবং টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে তিনি সবসময়ই সহযোগিতা পেয়েছেন।