বাংলা ও বলিউড অঙ্গনে সফলতার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। তিনি লন্ডন থেকে ঘোষণা দিয়েছেন যে, বিশ্বখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যার আর্থার কোনান ডয়েলকে নিয়ে তিনি তাঁর প্রথম ইংরেজি ছবি নির্মাণ করতে চলেছেন।
রহস্যের প্রতি সৃজিতের আগ্রহের প্রতিচ্ছবি হিসেবেই তিনি এই ছবিটির জন্য কোনান ডয়েলকে বেছে নিয়েছেন। ছবির নাম রাখা হয়েছে ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’, যা শার্লক হোমসের আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে।
যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে সৃজিতের ‘ম্যাচকাট’ এবং শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’ প্রযোজনা সংস্থা। সৃজিত জানান, যে সাহিত্যিক তাঁকে শার্লক হোমসের কাছে পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়ে গল্প বলার তাগিদ থেকেই তিনি এই ছবিটি নির্মাণ করছেন। নতুন এই ছবিতে আর্থার কোনান ডয়েলকে তাঁর নিজের তৈরি করা রহস্যের জগতে নিজেই পর্দা উন্মোচন করতে দেখা যাবে।