পূজায় মুক্তি পেতে চলেছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নতুন সিনেমা 'দেবী চৌধুরাণী'। দীর্ঘ ১০ বছর পর তার কোনো সিনেমা পূজার সময় মুক্তি পাচ্ছে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি তার ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন।

'দেবী চৌধুরাণী'র গুণ সবার মধ্যে আছে

নিজের আসন্ন সিনেমা 'দেবী চৌধুরাণী' প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, "কমবেশি সবার মধ্যে আছে 'দেবী চৌধুরাণী'র গুণ। পরিস্থিতিতে পড়লে যে কেউ এই রূপ নিতে পারে।" তিনি মনে করেন, মানুষ জন্ম থেকেই লড়াই করতে শেখে না, বরং পরিস্থিতিই তাকে তা শেখায়।

ব্যক্তিগত জীবন ও কটাক্ষ

দীর্ঘ অভিনয় জীবনে বহুবার ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন শ্রাবন্তী। এই প্রসঙ্গে তিনি বলেন, "না, এখন আর গায়ে মাখি না।" তিনি মনে করেন, অল্প বয়সে মা হওয়ার অনেক সুবিধা আছে। মাত্র ২১ বছর বয়সে তিনি আবার কাজে ফিরেছিলেন। তবে তিনি স্বীকার করেন যে, ১৬ বছর বয়স মা হওয়ার জন্য খুব কম।

মা-ছেলের সম্পর্ক

শ্রাবন্তী জানান, তিনি যেকোনো সিনেমার চিত্রনাট্য প্রথমে তার ছেলেকে শোনান। তিনি বলেন, “'দেবী চৌধুরাণী'র চিত্রনাট্য যখন এসেছিল, সবার প্রথমে ওকে আমি শুনিয়েছিলাম। বেশ অবাকই হয়েছিল।" তিনি আরও বলেন যে, তারা মা-ছেলের চেয়ে বেশি বন্ধু। তাদের মধ্যে মাত্র ১৬ বছরের বয়সের পার্থক্য। শ্রাবন্তী আরও বলেন, "ছেলের বন্ধুরা তো আমারই বন্ধু! দু–একজন ছাড়া আর কেউ 'আন্টি' বলে না। আমি ওদের সবার দিদি।”