সমুদ্রের নীল ঢেউ পেরিয়ে এবার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের ধারে সাঁতারের পোশাকে তোলা কিছু ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ তাকে প্রশংসায় ভাসালেও, অনেকে সমালোচনার ঝড় তুলেছেন। অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন ‘সীতার চরিত্রে অভিনয় করা নায়িকা বাস্তব জীবনে কীভাবে বিকিনি পরেন?’ আবার কারও মন্তব্য, ‘আপনিও অন্য সব অভিনেত্রীর মতো ঐতিহ্য ভুলে গেছেন।’
তবে পল্লবীর ভক্তরা একে সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ বলে সমর্থন করেছেন। তাদের বক্তব্য, সাঁতার কাটতে গিয়ে সাঁতারের পোশাক পরা স্বাভাবিক, আর অভিনেত্রী সীতার চরিত্রে অভিনয় করছেন মানেই যে ব্যক্তিগত জীবনে তাকে সর্বক্ষণ ঐতিহ্যবাহী পোশাক পরতে হবে এমন কোনো নিয়ম নেই।
এরই মধ্যে ‘রামায়ণ’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখার জন্য দর্শকদের আগ্রহ তুঙ্গে। নিতেশ তিওয়ারির পরিচালনায় ছবিটির প্রথম লুক ইতোমধ্যেই শেয়ার করা হয়েছে এবং মুক্তির সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২০২৬ সালের ৮ নভেম্বর।