বলিউডে নিজের জায়গা পাকা করার পর এবার দক্ষিণী সিনেমার জগতে পা রাখলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। 'জাটধারা' নামের একটি তেলেগু ছবির মাধ্যমে অভিষেক হলো তার, যার শুটিং সম্প্রতি শেষ হয়েছে। সোনাক্ষী জানিয়েছেন, তার এই প্রথম দক্ষিণী ছবির অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা এবং বেশ চ্যালেঞ্জিং।

ছবিটিতে 'ধনপিশাচিনী' নামক এক ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী। সম্প্রতি ছবিটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে তিনি এই চরিত্রের জন্য পরিচালক ও নির্মাতাদের ধন্যবাদ জানান।

নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সোনাক্ষী বলেন, "আমি এর আগে যত চরিত্রে অভিনয় করেছি, এটি তার মধ্যে সবচেয়ে আলাদা। একজন অভিনেতার সাফল্য হলো বিভিন্ন ধরনের কঠিন ভূমিকায় নিজেকে মেলে ধরা। এই সুযোগটা পেয়ে আমি সত্যিই ভীষণ কৃতজ্ঞ।"

এই চরিত্রটি নিয়ে সোনাক্ষীর প্রত্যাশা অনেক। তিনি মনে করেন, এর মাধ্যমে তিনি নিজের অভিনয় সত্তার একটি নতুন দিক আবিষ্কার করতে পারবেন। পর্দায় এই নতুন রূপে দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

স্ত্রীর ক্যারিয়ারের এই নতুন বাঁকে উচ্ছ্বসিত সোনাক্ষীর স্বামী জাহির ইকবালও। তিনি বলেন, "অভিনেত্রী হিসেবে সোনাক্ষীর তুলনা নেই, সে দারুণ অভিনয় করে। আমি আশা করছি, এই ছবিতেও সে নিজের সেরাটাই দিয়েছে।"