বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে ফের আলোচনার কেন্দ্রে প্রয়াত নায়ক সালমান শাহ। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল রানার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে সালমান শাহ সম্পর্কে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করতে শোনা যায়।
ভাইরাল হওয়া ভিডিওতে সোহেল রানাকে বলতে শোনা যায়: "সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে। তার তো কেউ ছবি দেখেনি। তাহলে তার ফ্যান হলো কীভাবে? মানুষের থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল কথা শুনে ফ্যান হয়ে বসে আছে।"
এতেই থেমে থাকেননি এই জ্যেষ্ঠ অভিনেতা। তিনি সালমান শাহর অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন: "সালমান ছবি করেছে কটা? ২২টা। কী ধরনের ছবি করেছে? একই ধরনের সিনেমা প্রেমের ছবি। চরিত্রের বৈচিত্র্যই তো খুঁজে পায়নি। কয়েক ধরনের চরিত্র করলেই তাকে বড় শিল্পী বলতে পারতাম।"
এছাড়া সুপারস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেছেন সোহেল রানা। তাঁর ভাষায়: "শাকিব খানকেও তো কদিন আগে বড় শিল্পী বলতে পারতাম না।"
এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বহু নেটিজেন সোহেল রানার বক্তব্যকে 'অসন্মানজনক' আখ্যা দিয়ে তাঁর কঠোর সমালোচনা করছেন। তবে কেউ কেউ মনে করছেন, তিনি হয়তো তাঁর নিজের দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টি তুলে ধরেছেন।
তবে সালমান শাহ ভক্তরা বিষয়টি সহজভাবে নিতে পারেননি। তাঁদের মতে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ এক অনন্য অধ্যায়, যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সময়ের সঙ্গে আরও বেড়েই চলেছে।