ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় না থেকেও বছরে দুই-তিনটি সিনেমার মাধ্যমে আলোচনার শীর্ষে থাকেন অভিনেতা সিয়াম আহমেদ। সুপারস্টার বা মেগাস্টার তকমা নিয়ে তর্কে না জড়িয়ে তিনি নিজেকে দর্শকদের ভালোবাসার মাঝেই সীমাবদ্ধ রেখেছেন। সিনেমা হলে দর্শকদের হাততালিই তাঁর জীবনের সার্থকতা এবং মূল পুঁজি।
ক্রিকেটের ভাষায় বলতে গেলে, অ্যাকশন ও রোমান্টিক দুই মাধ্যমেই সিয়াম এখন ছক্কা হাঁকাচ্ছেন। গত ঈদুল ফিতরে তাঁর অভিনীত জংলি সিনেমাটি মুক্তি পায়। পোস্টারে তাঁর ভয়ংকর এবং রক্তমাখা লুক দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। সিনেমাটি মুক্তির পর সাফল্যের ধারাবাহিকতায় তিনি এ বছরের অন্যতম সেরা নায়কদের তালিকায় নিজের অবস্থান শক্ত করেন।
সম্প্রতি ১৭ ডিসেম্বর সিয়ামের নতুন সিনেমা রাক্ষস-এর ফার্স্টলুক প্রকাশিত হয়েছে। কয়েক সেকেন্ডের এই ঝলকে দেখা গেছে এক বীভৎস এবং অন্ধকার জগত। একটি রক্তভরা বাথটাবে মৃত বাঘের পাশে সাদা স্যুট পরা সিয়ামকে দেখা যায়, যার এক হাতে চাইনিজ কুড়াল এবং অন্য হাতে পিস্তল। পরিচালক মেহেদি হাসান হৃদয় এবারও ভায়োলেন্সের এক নতুন সীমা স্পর্শ করতে চলেছেন বলে আভাস পাওয়া গেছে।
এফডিসিতে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে সিয়াম জানান, ভালোবাসার টানে একজন মানুষ কতটা হিংস্র হয়ে উঠতে পারে, তাই এই সিনেমার মূল উপজীব্য। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে থাকছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সিয়ামের বিশ্বাস, এই নতুন ধরনের ভায়োলেন্স দর্শকদের বিরক্তির বদলে বরং বিনোদন জোগাবে।