ঢালিউড তারকা সিয়াম আহমেদ শেষ করেছেন রায়হান রাফীর ‘আন্ধার’। নাজিফা তুষির সঙ্গে সেই ছবির কাজ গুটিয়েই তিনি নেমেছেন নতুন প্রজেক্ট ‘রাক্ষস’-এর প্রস্তুতিতে। বেশ কিছুদিন ধরে ছবিটির নায়িকা নিয়ে নানা নাম ঘুরছিল, প্রার্থনা ফারদিন দীঘি, সাবিলা নূর… কিন্তু নির্মাতারা সময় নিচ্ছিলেন। শেষ পর্যন্ত সব জল্পনার ইতি টেনে প্রযোজনা প্রতিষ্ঠানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ছবির নায়িকা হচ্ছেন কলকাতার ইধিকা পাল।
চলতি সপ্তাহেই ইধিকার সঙ্গে চুক্তি সই হওয়ার কথা। পরিকল্পনা ঠিক থাকলে এটিই হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা। তাঁদের নিয়ে আগে ‘সিকান্দার’ ছবির সময় গুঞ্জন উঠেছিল, কিন্তু সে প্রকল্প আর এগোয়নি। ফলে অনেকের ধারণা ছিল, তাঁদের একসঙ্গে দেখা হয়তো সহজে সম্ভব নয়। ‘রাক্ষস’ সেই অপেক্ষার দরজা খুলে দিচ্ছে।
ইধিকা পাল বাংলাদেশের দর্শকের কাছে পরিচিত মুখ ‘প্রিয়তমা’-র মাধ্যমে। শাকিব খানের সঙ্গে সেই ছবিতে তার উপস্থিতি তাঁকে দ্রুত আলোচনায় তুলে আনে। পরে ‘বরবাদ’-এ আবারও শাকিবের বিপরীতে কাজ করেন। শাকিবের বাইরে ‘কবি’ ছবিতে শরীফুল রাজের সঙ্গে অভিনয় করেছেন। পাশাপাশি কলকাতায় দেবের বিপরীতে ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’-এ অভিনয় করে টলিউডেও নিজের অবস্থান তৈরি করছেন তিনি।
সিয়ামের সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ছবি ‘জংলি’-তে ছিলেন শবনম বুবলী। ‘পোড়ামন ২’ থেকে শুরু করে ‘দহন’, ‘মৃধা বনাম মৃধা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘পাপ–পুণ্য’, ‘দামাল’, ‘অন্তর্জাল’ প্রতিটি ছবিতে তিনি চরিত্রের ভিন্নতা দেখিয়েছেন। ঈদের ‘তাণ্ডব’-এ তাঁর ক্যামিও ছিল বাড়তি চমক। এবার ‘আন্ধার’-এর পর ‘রাক্ষস’-এ নতুন রূপে দেখা যাবে তাকে। ইধিকাকে সঙ্গে পেয়ে সেই আগ্রহ আরও বেড়েছে দর্শকের।
এ মাসেই ঢাকায় ‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে। দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতেও বেশ কিছু দৃশ্য ধারণের পরিকল্পনা রয়েছে। প্রযোজকদের দাবি, আন্তর্জাতিক লোকেশন আর আধুনিক অ্যাকশনের মাধ্যমে ছবিটির স্কেল আগের কাজগুলোকে ছাড়িয়ে যাবে। পরিচালক মেহেদী হাসান ও সিয়াম এখনই কিছু বলতে চান না, তবে প্রস্তুতি চলছে জোরেশোরে। সব ঠিক থাকলে দুই সপ্তাহের মধ্যে ক্যামেরা চালু হবে এবং আগামী ঈদুল ফিতরে ছবিটি প্রেক্ষাগৃহে আসবে।
সূত্রটি জানায়, ‘বরবাদ’-এর ধারাবাহিকতায় ‘রাক্ষস’-এও থাকছে স্টাইলাইজড ভিজ্যুয়াল, অ্যাকশন, ক্রাইম-ড্রামা আর রোমান্স। গল্প ও চিত্রনাট্যের কাজ শেষ। পুরো টিম শুটিং প্রস্তুতিতে ব্যস্ত। প্রথমবার বড় পর্দায় সিয়াম-ইধিকা জুটিকে দেখার আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। আর নির্মাতারা আশা করছেন, ‘রাক্ষস’ হতে পারে আগামী ঈদের সবচেয়ে বড় চমক।