সিয়াম আহমেদ ও রায়হান রাফীর সফল জুটি 'পোড়ামন ২' এবং 'দামাল'-এর পর তিন বছর পর আবারও ফিরছেন নতুন সিনেমা 'আন্ধার' নিয়ে। সাধারণত সিনেমা শুরুর আগে শিল্পীদের নাম ঘোষণা করা হলেও, রায়হান রাফী তার আগের সিনেমাগুলোর মতোই 'আন্ধার'-এর শুটিং শেষ করে সোমবার রাতে গিক মিথ-এর জুম আড্ডায় আনুষ্ঠানিকভাবে তারকাদের নাম ঘোষণা করলেন। নির্মাতা বলেন, "অনেকদিন ধরেই আমাদের সিনেমা-সংশ্লিষ্ট অনেক কিছু লুকিয়ে রেখেছি। কত দিন আর লুকিয়ে রাখা যায়। এরই মধ্যে শুটিং শেষ করেছি। তবে শুটিং শেষ হলেও আরও অনেক কাজ বাকি আছে। ধীরে ধীরে সবাই জানতে পারবেন।"

জানা গেছে, 'আন্ধার' সিনেমায় সিয়াম আহমেদকে দেখা যাবে গোয়েন্দা অফিসার দোলোয়ার চরিত্রে এবং চঞ্চল চৌধুরী অভিনয় করেছেন শমসের চরিত্রে। এছাড়া নাজিফা তুষিকে নাদিয়া চরিত্রে, আফসানা মিমিকে হাজরা খাতুন চরিত্রে এবং গাজী রাকায়েতকে জালাল চরিত্রে দেখা যাবে। মোস্তফা মনোয়ার, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতীও যথাক্রমে ইনস্পেক্টর মনোয়ার, হিমেল ও মায়া চরিত্রে অভিনয় করেছেন। 'আন্ধার'-এর গল্প লিখেছেন সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন, অর্থহীন ব্যান্ড), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান।

পরিচালক রায়হান রাফী জানান, "আমি এত দিন যেসব সিনেমা করেছি, সবই ছিল আমার নিজের স্ক্রিপ্টে। কিন্তু এই প্রথম আমি অন্য কারও গল্পে কাজ করলাম এবং সেটা করেছি মুগ্ধ হয়ে। সেই সিনেমার নাম 'আন্ধার'। এটা আমার জীবনের অন্যতম সেরা একটি জার্নি হতে যাচ্ছে।" অন্যদিকে, সিয়াম আহমেদ তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, "যত দিন ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তার মধ্যে এই সিনেমার গল্পই সবচেয়ে বেশি সময় নিয়ে শুনেছি পুরো সাড়ে পাঁচ ঘণ্টা ধরে! সব বাধা পেরিয়ে আমরা শুটিং শেষ করতে পেরেছি। আমার ফিল্মক্যাম্প জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এই সিনেমা।"