বাংলাদেশের একুশে পদকপ্রাপ্ত গায়ক শুভ্র দেব সম্প্রতি তার জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। ১৯৯৩ সালে লস অ্যাঞ্জেলেসে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের সঙ্গে তার দেখা হয়েছিল, যেখানে মাইকেল জ্যাকসন তাকে নিজের নামের বানান জিজ্ঞেস করেছিলেন।
শুভ্র দেব তার ফেসবুক পোস্টে মাইকেল জ্যাকসনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, "১৯৯৩ সালে আমার প্রথম আমেরিকা সফর আর তার সূত্র ধরে সবচেয়ে বড় প্রাপ্তি বিশ্বের সবচেয়ে বড় তারকার সঙ্গে ১৫ মিনিটের এই সাক্ষাৎ।" তিনি জানান, ১৮ ফেব্রুয়ারি রাতে লস অ্যাঞ্জেলেসের একটি বাড়িতে তাদের ডিনারের আমন্ত্রণ থাকলেও, তার মন পড়ে ছিল ডিস্কো রেকর্ডিংয়ের কর্ণধার শাহীন ভাইয়ের কথায়, যিনি বলেছিলেন মাইকেল জ্যাকসন আজ রাতে একটি কস্টিউম ডেমোনস্ট্রেশনে আসবেন।
শুভ্র দেব বলেন, "আমি বিশ্বাসই করতে পারছিলাম না।" যখন তিনি শাহীন ভাইয়ের সঙ্গে সেখানে পৌঁছান, মাইকেল জ্যাকসন ততক্ষণে এসে গেছেন। মাইকেলের পরনে ছিল কালো ভেলভেটের ওপর দামি হীরার বোতাম বসানো পোশাক।
শুভ্র দেবের মতে, মাইকেল জ্যাকসন খুবই ধীরে কথা বলতেন। সেই ১৫ মিনিটের সাক্ষাতে মাইকেল তাকে জিজ্ঞেস করেছিলেন, "তোমার নামের বানান কিভাবে লেখো?" শুভ্র দেবের কাছে এই কথাটিই বারবার কানে বাজে। তিনি মাইকেলের মহানুভবতারও প্রশংসা করেন। মাইকেল জ্যাকসন অ্যাম্বুলেন্স থেকে শুরু করে বিভিন্ন মানবিক সেবায় যে আর্থিক সাহায্য করেছেন, তা শোবিজ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত বলে তিনি উল্লেখ করেন।
শুভ্র দেবকে অনেকে মাইকেল জ্যাকসনের অটোগ্রাফ নিলামে বিক্রি করে দেওয়ার পরামর্শ দিলেও, তিনি তা করেননি। তার কাছে এটি একটি অমূল্য সম্পদ, যার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। মূলত মাইকেল জ্যাকসনের জন্মদিন উপলক্ষে শুভ্র দেব এই কিংবদন্তি শিল্পীকে স্মরণ করেন।